Advertisement
১১ মে ২০২৪

মানস ক্ষত সারাতে তৎপরতা কংগ্রেসের

প্রকাশ্যে না বললেও জেলা কংগ্রেসের নেতারা আড়ালে মানছেন, মানস ভুঁইয়া চলে যাওয়ায় দলের ক্ষতি হয়েছে। সেই ক্ষত মেরামতে তাই কর্মসূচিতেই জোর দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে সামনে রেখে দলের হাল ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৬ ০০:৪৪
Share: Save:

প্রকাশ্যে না বললেও জেলা কংগ্রেসের নেতারা আড়ালে মানছেন, মানস ভুঁইয়া চলে যাওয়ায় দলের ক্ষতি হয়েছে। সেই ক্ষত মেরামতে তাই কর্মসূচিতেই জোর দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে সামনে রেখে দলের হাল ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আগামী শনিবার মেদিনীপুরে আসার কথা অধীরবাবুর। ওই দিন জেলা কংগ্রেসের বর্ধিত সভা রয়েছে। ইতিমধ্যে সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেদিনীপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। এখানে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। জেলা কংগ্রেসের অন্যতম সহ- সভাপতি তথা কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায় বেশ জোর গলাতেই বলছেন, “কংগ্রেস মানুষ নির্ভর দল। কংগ্রেস কখনও হারিয়ে যায় না। মেদিনীপুরেও হারাবে না।” সবংয়ের কংগ্রেস নেতা চিরঞ্জীব ভৌমিকেরও দাবি, ‘‘দলবদলে বড় কোনও ক্ষতি হয়নি।”

মানস-বিরোধী গোষ্ঠী যে ছিল না তা নয়। সময়ে সময়ে মানস-অনুগামীদের সঙ্গে তাদের কোন্দল প্রকাশ্যেও এসেছে। তবে তা দানা বাঁধতে পারেনি। এ বার মানসবাবু দল ছাড়ায় মানস-বিরোধীরা স্বস্তিতে। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অনিল শিকারিয়া সরাসরিই বলছেন, “এতদিনে আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম!” তবে অনেক কংগ্রেস নেতাই স্বীকার করছেন, মানসবাবু চলে যাওয়ায় দল অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

manas bhunia TMC congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE