সম্প্রতি নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব গ্রহণ করবেন কি না, সে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন পাঁশকুড়া ব্লক যুব তৃণমূলের সহ-সভাপতি দীপঙ্কর বেরা। শুভেন্দু অধিকারী অনুগামী বলে পরিচিত এই নেতার বাড়িতে এসেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের দলও। কিন্তু এর পরেও শুভেন্দুর অরাজনৈতিক কর্মসূচিতে দীপঙ্করকে দেখা যায়। সেই ঘটনার কয়েকদিন বাদে দীপঙ্করের নাম লেখা প্রচার-ফ্লেক্স কালি দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
আজ, সোমবার নন্দীগ্রামের তেখালিতে জনসভা করতে আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভার সমর্থনে কয়েক দিন আগে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ফ্লেক্স দেয় যুব তৃণমূল। ফ্লেক্সে পাঁশকুড়া ব্লক যুব তৃণমূল সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি সফিকুল ইসলাম এবং দীপঙ্করের নাম লেখা ছিল। সম্প্রতি ওই ফ্লেক্সগুলিতে দীপঙ্করের নাম কালো কালি দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রের খবর, এর কারণ হিসাবে উঠে আসছে শুভেন্দুর সঙ্গে দীপঙ্করের ‘ঘনিষ্ঠতা’। গত ৩ জানুয়ারি পাঁশকুড়া ব্লক যুব তৃণমূলের সহ- সভাপতি করা হয় মাইশোরা অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি দীপঙ্করকে। এর পরে ১৩ জানুয়ারি মাইশোরার চকগোপাল গ্রামে একটি মন্দির উদ্বোধনে আসেন বিজেপি নেতা শুভেন্দু। ওই দিন দীপঙ্কর-সহ মাইশোরা অঞ্চলের এক ঝাঁক তৃণমূল নেতাকে দেখা যায় শুভেন্দুর কর্মসূচিতে। ওই কর্মসূচিতে দেখা যাওয়ার জন্যই তাঁর নাম কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ দীপঙ্করের। যদিও পাঁশকুড়া ব্লক যুব তৃণমূলের সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘‘ফ্লেক্সে কালি দেওয়া প্রসঙ্গে আমি কিছু জানি না।’’