Advertisement
১৯ এপ্রিল ২০২৪
inner conflictm

শুভেন্দুর ছোঁয়া! তৃণমূল নেতার নামে কালি

স্থানীয় সূত্রের খবর, এর কারণ হিসাবে উঠে আসছে শুভেন্দুর সঙ্গে দীপঙ্করের ‘ঘনিষ্ঠতা’।

ঢেকে (চিহ্নিত) দেওয়া হয়েছে দীপঙ্করের নাম। নিজস্ব চিত্র।

ঢেকে (চিহ্নিত) দেওয়া হয়েছে দীপঙ্করের নাম। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পাঁশকুড়া শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ০২:০৬
Share: Save:

সম্প্রতি নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব গ্রহণ করবেন কি না, সে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন পাঁশকুড়া ব্লক যুব তৃণমূলের সহ-সভাপতি দীপঙ্কর বেরা। শুভেন্দু অধিকারী অনুগামী বলে পরিচিত এই নেতার বাড়িতে এসেছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের দলও। কিন্তু এর পরেও শুভেন্দুর অরাজনৈতিক কর্মসূচিতে দীপঙ্করকে দেখা যায়। সেই ঘটনার কয়েকদিন বাদে দীপঙ্করের নাম লেখা প্রচার-ফ্লেক্স কালি দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

আজ, সোমবার নন্দীগ্রামের তেখালিতে জনসভা করতে আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জনসভার সমর্থনে কয়েক দিন আগে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ফ্লেক্স দেয় যুব তৃণমূল। ফ্লেক্সে পাঁশকুড়া ব্লক যুব তৃণমূল সভাপতি জহিরুল ইসলাম, সহ-সভাপতি সফিকুল ইসলাম এবং দীপঙ্করের নাম লেখা ছিল। সম্প্রতি ওই ফ্লেক্সগুলিতে দীপঙ্করের নাম কালো কালি দিয়ে ঢেকে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের খবর, এর কারণ হিসাবে উঠে আসছে শুভেন্দুর সঙ্গে দীপঙ্করের ‘ঘনিষ্ঠতা’। গত ৩ জানুয়ারি পাঁশকুড়া ব্লক যুব তৃণমূলের সহ- সভাপতি করা হয় মাইশোরা অঞ্চল তৃণমূলের সহ-সভাপতি দীপঙ্করকে। এর পরে ১৩ জানুয়ারি মাইশোরার চকগোপাল গ্রামে একটি মন্দির উদ্বোধনে আসেন বিজেপি নেতা শুভেন্দু। ওই দিন দীপঙ্কর-সহ মাইশোরা অঞ্চলের এক ঝাঁক তৃণমূল নেতাকে দেখা যায় শুভেন্দুর কর্মসূচিতে। ওই কর্মসূচিতে দেখা যাওয়ার জন্যই তাঁর নাম কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ দীপঙ্করের। যদিও পাঁশকুড়া ব্লক যুব তৃণমূলের সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘‘ফ্লেক্সে কালি দেওয়া প্রসঙ্গে আমি কিছু জানি না।’’

দীপঙ্কর বলছেন, ‘‘১৩ জানুয়ারি চকগোপালে শুভেন্দুবাবুর কর্মসূচিতে ছিলাম। আমার মনে হয় সে জন্যই নামের ওপর কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। আমি আবারও বলছি চকগোপালে আমি নিমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলাম। শুভেন্দুবাবুর কর্মসূচিটি ছিল অরাজনৈতিক। তার জন্য যদি আমার নাম মুছে দেওয়া হয়। তাহলে বলার কিছু নেই।’’ মমতার নন্দীগ্রামের সভায় যাওয়ার প্রসঙ্গে দীপঙ্কর বলেন, ‘‘যাওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু ফ্লেক্সে আমার নাম মুছে দেওয়ায় অপমানিত বোধ করছি। তাই যাব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

inner conflict Panskura TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE