Advertisement
১৮ এপ্রিল ২০২৪

প্রতারণা, ধৃত লগ্নি সংস্থার কর্তা

প্রতারণার অভিযোগে মেচেদার এক বেসরকারি লগ্নি সংস্থার কর্তাকে গ্রেফতার করল কোলাঘাট থানার পুলিশ। সোমবার রাতে নন্দকুমার থানার ধিতাইবসান গ্রাম থেকে তপন পাঁজা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার: পুলিশের জালে তপন পাঁজা। নিজস্ব চিত্র

গ্রেফতার: পুলিশের জালে তপন পাঁজা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০০:২৯
Share: Save:

প্রতারণার অভিযোগে মেচেদার এক বেসরকারি লগ্নি সংস্থার কর্তাকে গ্রেফতার করল কোলাঘাট থানার পুলিশ। সোমবার রাতে নন্দকুমার থানার ধিতাইবসান গ্রাম থেকে তপন পাঁজা নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে বিচারক সাত দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

মেচেদা বাজারে একটি বেসরকারি লগ্নি সংস্থার অফিস খুলে মোটা টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছিল ওই সংস্থা। সংস্থার ডিরেক্টর বোর্ডের চার জন সদস্যদের মধ্যে ছিলেন তপনবাবুও। কিন্তু ওই বেসরকারি লগ্নি সংস্থাটি আমানতকারীদের টাকা ফেরত না দেওয়ায় কয়েকজন তপন পাঁজা-সহ চারজনের বিরুদ্ধে কোলাঘাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক ছিল। অভিযুক্তদের মধ্যে তপনবাবু সোমবার রাতে ধিতাইবসান গ্রামে ফিরেছিলেন। কোলাঘাট থানার পুলিশ সেখানে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে।

সরকারি পক্ষের আইনজীবী সফিউল আলি খান জানান, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে শুনানির পর বিচারক অনিমেষ ঘোষ, অভিযুক্তর জামিনের আবেদন খারিজ করে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সংস্থার বাকি কর্তাদের ধরতে তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Investment company Officer Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE