আগ্রহ নেই উদ্যোগপতিদের। প্রায় এক দশক আগে উদ্বোধন হলেও পুরোদমে চালু হয়নি রাজ্য সরকারের আইটি পার্ক। পাশাপাশি কেন্দ্র সরকারের একটি আইটি পার্কও এখানে তৈরি হওয়ার পর থেকে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ফলে, তথ্য প্রযুক্তি নিয়ে এখনও অনেকটা ‘আঁধারে’ রয়ে গিয়েছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হলদিয়া শিল্পাঞ্চল এলাকা। পার্কের বেশ কিছু ঘরে কয়েকটি সংস্থার অফিস খোলা হয়েছে। বহু ঘর এখনও ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের ২ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়ার ভবানীচক মৌজায় একটি আইটি পার্কের উদ্বোধন করেন। পার্কের ঘর বিভিন্ন শিল্প সংস্থাকে ভাড়া দেওয়ার কথা। পাঁচ তলা ভবনে ৪৭ টি ঘর রয়েছে। এসি প্ল্যাগ, নন-এসি নন প্ল্যাগ, এসি প্ল্যাগ— এই তিন ধরনের ঘর রয়েছে। বহু ঘর কেউ ভাড়া নেয়নি। রাজ্য সরকারের উদ্যোগে আইটি পার্ক গড়ে উঠলেও, তা দেখভালের দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের অধীনস্থ ‘ওয়েবেল’ সংস্থা।
ওই সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, "পরিকাঠামো প্রস্তুত রয়েছে। ছোট শিল্প সংস্থার জন্য একাধিক ঘর রয়েছে। আপাতত ইন্ডিয়ান অয়েল, ক্লোরাইড, ফাইভ স্টারের মতো সংস্থার অফিস রয়েছে।’’ তথ্য-প্রযুক্তি নিয়ে আগ্রহের কথা বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। কিন্তু হলদিয়ায় রাজ্যের আইটি পার্কে সব পরিকাঠামো থাকা সত্ত্বেও আগ্রহ চোখে পড়েনি শিল্প সংস্থাগুলির।
চরম বেহাল অবস্থা কেন্দ্রীয় সরকারের 'সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া'-র। হলদিয়ার সিটি সেন্টার এলাকায় বছর কয়েক আগে তৈরির পর থেকে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে ওই আইটি পার্ক। বিশাল এলাকা জুড়ে ওই সফটওয়্যার টেকনোলজি পার্ক বানানো হলেও, এখন তা ঘাসের জঙ্গলে ভর্তি হয়ে রয়েছে। একাধিক ঘরে নষ্ট হচ্ছে অসংখ্য যন্ত্রপাতি। এলাকার গোয়ালারা এখন ওই জমিতে গবাদি পশুদের ঘাস খাওয়াতে নিয়ে যান।
এ বিষয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন,"কেন্দ্রীয় সরকারের আইটি পার্কের ব্যাপারে কিছু বলতে পারব না। তবে এইচডিএ-র জমিতে রাজ্য সরকার যে আইটি পার্ক বানিয়েছে তাতে সব রকম পরিকাঠামো ও বন্দোবস্ত রয়েছে। উদ্যোগপতিরা আবেদন করলেই তাঁদের ঘর দেওয়া যাবে।’’ আইটি পার্ক অব্যবহৃত থাকার জন্য রাজ্য সরকারকে দায়ী করে স্থানীয় বিজেপি বিধায়ক তথা বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তাপসী মণ্ডল বলেন,"রাজ্য সরকারের ভুল শিল্পনীতির কারণে শিল্পপতিরা উৎসাহ হারাচ্ছেন। তাই হলদিয়ার মতো জায়গায় আইটি পার্ক নিয়ে তাঁদের উৎসাহ নেই।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)