পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হয়ে গেল জঙ্গলমহল কাপ ২০২০। সোমবার শালবনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্তারা। জেলার ৪০০-র বেশি ক্লাব এই প্রতিযোগিতায় আংশ নিয়েছে। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরতে কয়েক বছর আগে শুরু হয়েছে জঙ্গলমহল কাপ। আজ শালবনি স্টেডিয়ামে এ বছরের প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি-সহ অন্যান্যরা।
৪০০ ক্লাবের কয়েক হাজার মহিলা পুরুষ প্রতিযোগী অংশ নেবেন ফুটবল কবাডি, তীরন্দাজি, ঝুমুর নৃত্য-সহ এক গুচ্ছ প্রতিযোগিতায়। সোমবারও লোকসঙ্গীতের মাধ্যমে প্রতিযোগিতার প্রচার চলেছে মেদিনীপুর শহর-সহ অন্যান্য জায়গায়।