পুলিশে চাকরির জন্য জঙ্গলমহলের মেয়েদের শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুতির প্রশিক্ষণ দিতে শিবির শুরু করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। বুধবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার উদ্যোগে সবুজ সংঘের মাঠে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ। বিনপুর, বেলপাহাড়ি এবং জামবনি-সহ জেলার বাকি থানা এলাকাতেও এ ধরনের শিবির শুরুর পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
‘সাফল্যের পথে’ নামে এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষ। এ বিষয়ে উৎসাহিত পুলিশ সুপারও। তিনি বলেন, ‘‘জঙ্গলমহলের মতো প্রত্যন্ত এলাকায় বহু প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছেন। সামান্য প্রশিক্ষণ দিলে তাঁদের সরকারি চাকরি পেতে অসুবিধা হবে না। সেই লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে সেনাবাহিনী ও পুলিশে চাকরির প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। লালগড় থানা এলাকায় ৬৫ জন প্রশিক্ষণ দেওয়া হবে। বুধবার শিবিরে ৩০ জন মেয়ে যোগ দিয়েছেন।’’