Advertisement
১১ জুন ২০২৪

ডেঙ্গি-হুল কাঁথিতে, আক্রান্ত কিশোরী

ডেঙ্গিতে এ বার আক্রান্ত হল দিঘার এক কিশোরী। অমৃতা গিরি(১১)নামে দিঘার উত্তর খাদাল গোবরা গ্রামের ওই কিশোরীর রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ওই কিশোরী দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে অমৃতা। নিজস্ব চিত্র।

হাসপাতালে অমৃতা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০১:০৭
Share: Save:

ডেঙ্গিতে এ বার আক্রান্ত হল দিঘার এক কিশোরী। অমৃতা গিরি(১১)নামে দিঘার উত্তর খাদাল গোবরা গ্রামের ওই কিশোরীর রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ওই কিশোরী দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সুপার বিষ্ণুপদ বাগ বলেন, ‘‘অমৃতার রক্তে ডেঙ্গির জীবাণু মিলেছে। রক্ত পরীক্ষার পাশাপাশি সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।”

হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৪১ নম্বর বেডে অমৃতাকে মশারি খাটিয়ে রাখা হয়েছে। অমৃতার বাবা নির্মল গিরি পেশায় ট্রাক্টর চালক। তিনি জানান, গত ৩ অগস্ট থেকে জ্বর আর যন্ত্রণা শুরু হয় অমৃতার। দিঘার একটি বেসরকারি ল্যাবরেটরিতে অমৃতার রক্ত পরীক্ষা করা হলে রক্তে ডেঙ্গির জীবাণু পাওয়া যায়। এরপর অমৃতাকে নিয়ে ৮ অগস্ট ওড়িশার ভুবনেশ্বরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তারপর ১২অগস্ট অমৃতাকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গোবরা ইন্দ্রনারায়ণ হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী অমৃতা বলে, ‘‘শরীরে খুব ব্যথা। কাশিও হচ্ছে।’’

স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রতিদিন অমৃতার রক্তের প্লেটলেট পরীক্ষা করা ছাড়াও রক্তের এলাইজা পরীক্ষা করার জন্য রক্তের নমুনা তমলুকের জেলা হাসপাতালেও পাঠানো হচ্ছে।

জেল হেফাজতে অভিযুক্তরা। অনিমেষ দ্বিবেদীকে খুনের অভিযোগে ধৃত দেবদুলাল মাইতি ও জয়দেব মাইতিকে জেল হেফাজতের নির্দেশ দিলেন কাঁথি আদালতের বিচারক। রবিবার ধৃতদের কাঁথি আদালতে চোলা হলে বিচারক এই নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue affected
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE