মাসখানেক আগেই পুর ও নগরোন্নয়ন দফতর নিকাশির সুষ্ঠু পরিকল্পনার জন্য পুর কারিগরি দফতরকে নির্দেশ দিয়েছিল। পুর-নির্বাচনের আগে সেই পরিকল্পনা তৈরিতে আইআইটিকে নিয়ে পথে নামল পুরসভা।
মঙ্গলবার খড়্গপুর শহর ও গ্রামীণের বিভিন্ন এলাকায় সমীক্ষা শুরু করল পুরসভা। মহকুমাশাসক বৈভব চৌধুরী ও শহরের বিধায়ক তথা পুরপ্রধান প্রদীপ সরকারের উপস্থিতিতে এই সমীক্ষা হয়। সঙ্গে ছিলেন আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকেরা। পুরসভার দাবি, আইআইটিকে দিয়ে শহরের নিকাশি প্রকল্পের পূর্ণাঙ্গ পরিকল্পনা করা হবে। পুর কারিগরি দফতরের মাধ্যমে সেই পরিকল্পনা পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠানো হবে। সেই পরিকল্পনা অনুমোদনের পরে কাজ শুরু হবে। এ ক্ষেত্রে শহরের রেল ও পুরসভা এলাকার নিকাশি নালাগুলি কোন পথে সংযুক্ত রয়েছে তা দেখা হচ্ছে। তার পরে ওই নর্দমাগুলিকে মহানালার সঙ্গে যুক্ত করে শহরের নিকাশির জলকে খাল অথবা নদীতে পাঠানো হবে। শহরের নিকাশি মানচিত্র ধরে সমীক্ষা চালিয়ে ওই পরিকল্পনা করবে আইআইটি।
খড়্গপুরের পুরপ্রধান তথা বিধায়ক প্রদীপ সরকার বলেন, “গোটা প্রকল্পের তত্ত্বাবধানে থাকবে পুরসভা। তবে দফতরের নির্দেশ অনুযায়ী পরিকল্পনা পাঠাবে পুর কারিগরি দফতর। আমরা চাইছি, আইআইটিকে দিয়ে এই মাস্টার প্ল্যান করাতে। তাই সেই সমীক্ষার কাজ শুরু হল।”