Advertisement
১৯ মে ২০২৪

এটিএম থেকে লুঠ ২২ লক্ষ

নিরাপত্তারক্ষীর বালাই নেই। এলাকাও নির্জন। খড়্গপুরের মালঞ্চ রোডের ধারে এমনই এক এটিএমে লুঠ চালাল দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরা ভেঙে, এটিএম মেশিনের ভল্ট গ্যাস কাটার দিয়ে কেটে প্রায় ২২ লক্ষ টাকা লুঠ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ০২:২৪
Share: Save:

নিরাপত্তারক্ষীর বালাই নেই। এলাকাও নির্জন। খড়্গপুরের মালঞ্চ রোডের ধারে এমনই এক এটিএমে লুঠ চালাল দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরা ভেঙে, এটিএম মেশিনের ভল্ট গ্যাস কাটার দিয়ে কেটে প্রায় ২২ লক্ষ টাকা লুঠ করা হয়েছে।

মালঞ্চ রোডে হারা কারখানা সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র ওই এটিএমটিতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। শুক্রবার বিষয়টি জানাজানি হতেই প্রশ্নের মুখে পড়েছে এটিএমের নিরাপত্তার বিষয়টি। কেন এটিএম রক্ষী-বিহীন ছিল সেই প্রশ্ন তো উঠছেই, জিজ্ঞাসার মুখে পড়েছে পুলিশের ভূমিকাও। শহরবাসীর বক্তব্য, রাতের খড়্গপুরে পুলিশি টহল সত্ত্বেও এমন ঘটনা কেন ঘটল।

মালঞ্চর ওই এটিএম পরিচালনার দায়িত্বে রয়েছে এসবিআইয়ের অধীনস্থ একটি এজেন্সি। এ দিন সকালে এটিএম কাউন্টারের দু’টি মেশিনের একটি ভাঙা দেখে শোরগোল পড়ে। পরে এজেন্সির কর্মীরা এসে দেখেন, প্রায় ২২ লক্ষ টাকা লুঠ হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিনের নীচের অংশে থাকা ভল্ট কেটে টাকা বের করে নেওয়া হয়েছে বলে অনুমান। এজেন্সির কর্মী শান্তুনু দাস বলেন, “বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ এই মেশিনে ৩২ লক্ষ টাকা রেখেছিলাম। তার মধ্যে হয়তো ৮-১০ লক্ষ গ্রাহক টাকা তুলেছেন। বাকি টাকা লুঠ হয়।” খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর বক্তব্য, “গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে লুঠ হয়েছে।’’ সিসি ক্যামেরা ভাঙার আগের মুহূর্তের ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। কেন এটিএমে নিরাপত্তারক্ষী ছিল না তার সদুত্তর মেলেনি। এসবিআইয়ের খড়্গপুরের চিফ ম্যানেজার স্বপনকুমার পাইন বলেন, “এই এটিএম পরিচালনার দায়িত্ব এজেন্সিকে দেওয়া হয়েছে। তাদেরই নিরাপত্তারক্ষী রাখার কথা।” যদিও এজেন্সির দাবি, এই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের দেখার কথা। এই টানাপড়েনে শিকেয় উঠেছে নিরাপত্তা। শহরবাসীর বক্তব্য, খড়্গপুর জুড়েই বহু এটিএম অরক্ষিত। কয়েক বছর আগে কৌশল্যার একটি রক্ষী-বিহীন এটিএমেও টাকা লুঠ হয়। ফের তেমন ঘটনা ঘটায় খড়্গপুরবাসী উদ্বিগ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE