Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ডাকাতির মামলায় এ বার টিআই প্যারেড হবে নন্দর

শ্রীনু নায়ডু হত্যা মামলায় গোপন জবানবন্দি দিতে অস্বীকার করেছিল সে। আদালতে এসেও বেঁকে বসেছিল। শ্রীনু হত্যায় ধৃত সেই নন্দ দাসকে তারপরই পুরনো ডাকাতির মামলায় অভিযুক্ত করে পুলিশ। দাঁতনের সেই ডাকাতির মামলাতেই এ বার টিআই প্যারেড হবে নন্দের।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০২:১৫
Share: Save:

শ্রীনু নায়ডু হত্যা মামলায় গোপন জবানবন্দি দিতে অস্বীকার করেছিল সে। আদালতে এসেও বেঁকে বসেছিল। শ্রীনু হত্যায় ধৃত সেই নন্দ দাসকে তারপরই পুরনো ডাকাতির মামলায় অভিযুক্ত করে পুলিশ। দাঁতনের সেই ডাকাতির মামলাতেই এ বার টিআই প্যারেড হবে নন্দের।

মেদিনীপুর সিজেএম আদালতে নন্দের টিআই প্যারেড চেয়ে আবেদন করেছিল পুলিশ। শনিবার আদালত তা মঞ্জুর করেছে। এ দিন আদালতে নিয়ে আনা হয়েছিল নন্দকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আদালত চত্বরে সে অভিযোগ করে, শ্রীনু খুনের মামলায় সে গোপন জবানবন্দি দিতে চায়নি বলেই পুলিশ তাকে ডাকাতির মামলায় ফাঁসাচ্ছে। গত দশ বছর সে দাঁতন যায়নি বলেও দাবি করে নন্দ।

কিন্তু শ্রীনু হত্যায় কেন জবানবন্দি দিলে না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে নন্দ এ দিন জানায়, গোপন জবানবন্দি না দেওয়ার জন্য তার বাড়ির সামনে গিয়ে শাসিয়ে এসেছিল কিছু লোক। তাই সে গোপন জবানবন্দি দেয়নি।

শ্রীনু খুনে এখনও পর্যন্ত যারা গ্রেফতার হয়েছে, তাদের মধ্যে নন্দ অন্যতম। সে এখন জেল হেফাজতে রয়েছে। খড়্গপুরের এই মামলায় নন্দ-র গোপন জবানবন্দি দেওয়ার কথা ছিল গত সোমবার। মেদিনীপুর আদালতে পুলিশই এই আবেদন জানিয়েছিল। তবে বিচারকের কাছে গিয়ে গোপন জবানবন্দি দেবে না বলে জানিয়ে দেয়। সে দিন আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নন্দ এ-ও জানিয়েছিল, শ্রীনু হত্যা মামলায় বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ জড়িত নন।

এর পরের দিনই দাঁতনের পুরনো ডাকাতির মামলায় জেলে গিয়ে নন্দকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন জানায় পুলিশ। তা মঞ্জুর হয়। ওই দিনই জেলে গিয়ে নন্দকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপর গত বুধবার ওই ডাকাতির মামলায় নন্দকে গ্রেফতার করতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন জানানো হয়। সেই আবেদনও মঞ্জুর হয়।

পুলিশের এক সূত্রে খবর, ডাকাতির ঘটনাটি গত ১৬ ডিসেম্বরের। দাঁতন থানা এলাকার সোনাকনিয়ার বাইপাটনায় শশাঙ্ক রাণার সোনার গয়নার দোকানে ওই দিন ডাকাতি হয় বলে অভিযোগ। আগেই এই মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা এখন জেল হেফাজতে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE