Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৪ অক্টোবর ২০২১ ই-পেপার

সভায় লোক আনার লক্ষ্যমাত্রা চান মানস

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর ১০ এপ্রিল ২০১৭ ০১:৩৬
সভা: পিংলার সভামঞ্চে তৃণমূল নেতৃত্ব। রবিবার। নিজস্ব চিত্র

সভা: পিংলার সভামঞ্চে তৃণমূল নেতৃত্ব। রবিবার। নিজস্ব চিত্র

পঞ্চায়েত সদস্যরা দলীয় সভায় নির্দিষ্ট কর্মী জমায়েত করতে না পারলে নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সেটা ভাবতে হবে। রবিবার পিংলায় তৃণমূলের এক সম্মেলনে এমনই বার্তা দিলেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক মানস ভুঁইয়া। এ দিন পিংলা ব্লকের স্বসহায়ক দলের কয়েক হাজার মহিলাকে নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল। মানসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, ব্লক সভাপতি শেখ সবেরাতি প্রমুখ। সভার শুরু থেকেই তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মানস ভুঁইয়া।

এ দিন সিপিএম-বিজেপিকে একযোগে দুষেছেন মানসবাবু। তাঁর কথায়, “আট মাস পরে পঞ্চায়েত নির্বাচন। খুব সাবধান থাকতে হবে। সিপিএম তলে-তলে ভয়ঙ্কর খেলা খেলছে। সিপিএমের সঙ্গে কিছু সুযোগ সন্ধানী হাত মেলাচ্ছে।” এই পরিস্থিতিতে দলকে সাংগঠনিকভাবে মজবুত করতে জনসংযোগে জোর দিয়েছেন এই প্রবীণ নেতা। আর জেলা সভাপতির দিকে তাকিয়ে তাঁর পরামর্শ, “এই ধরনের সম্মেলন সর্বত্র করতে হবে। পঞ্চায়েত সদস্যদের পাঁচশো ও পঞ্চায়েত সমিতির সদস্যদের এক হাজার কর্মী আনার লক্ষ্যমাত্রা বেঁধে দিতে হবে। যাঁরা পারবেন না তাঁরা আগামীদিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সেটা চিন্তাভাবনা করতে হবে।”

Advertisement

আরও পড়ুন

Advertisement