Advertisement
১৯ মে ২০২৪

মাওবাদী এলাকা নিয়ে পুলিশ বৈঠক

মাওবাদী প্রভাবিত জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হল মেদিনীপুরে। বৃহস্পতিবারের এই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ, এডিজি (আইবি) গঙ্গেশ্বর সিংহ। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার পাশাপাশি ঝাড়গ্রাম পুলিশ জেলার কর্তারাও বৈঠকে হাজির ছিলেন।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০০:১৭
Share: Save:

মাওবাদী প্রভাবিত জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হল মেদিনীপুরে। বৃহস্পতিবারের এই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থ, এডিজি (আইবি) গঙ্গেশ্বর সিংহ। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলার পাশাপাশি ঝাড়গ্রাম পুলিশ জেলার কর্তারাও বৈঠকে হাজির ছিলেন। এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ, পুরুলিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার, বাঁকুড়ার পুলিশ সুপার সুখেন্দু হীরা প্রমুখ। ছিলেন একাধিক রেঞ্জের ডিআইজিরা।

মেদিনীপুরের এই বৈঠক নিয়ে অবশ্য বিশদে কিছু বলতে চাননি ডিজি। বৈঠক শেষে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, “মেদিনীপুরে বৈঠক করলাম। আইনশৃঙ্খলা, অপরাধ, উন্নয়ন— সব নিয়েই আলোচনা হয়েছে।’’

রাজ্যে পালাবদলের পরে ২০১১ সালের ২৪ নভেম্বর শীর্ষ মাওবাদী নেতার কিষেনজির মৃত্যু হয়। তারপর আর এ রাজ্যের জঙ্গলমহলে মাওবাদী- নাশকতার কোনও ঘটনা ঘটেনি। তবে এই সময়ের মধ্যে জঙ্গলমহলের বিভিন্ন এলাকা থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযানে মাটি খুঁড়ে মিলেছে ল্যান্ডমাইন। পুলিশের এক সূত্র মনে করিয়ে দিচ্ছে, ওড়িশা এবং ঝাড়খণ্ড সীমানায় মাওবাদীদের সক্রিয়তা রয়েছে। ফলে, নিরাপত্তার স্বার্থেই এ দিনের বৈঠক বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের এক সূত্র জানাচ্ছে, এ দিন দুপুরে মেদিনীপুর পুলিশ লাইনের সার্কিট হাউসের এই বৈঠকে পুলিশ সুপারদের কাছে ডিজি জানতে চান, মাওবাদী প্রভাবিত এলাকার পরিস্থিতির কথা। তারপর মাওবাদী প্রভাবিত সব জেলাকেই আরও সতর্ক থাকার নির্দেশ দেন ডিজি। রাজ্য পুলিশের এক কর্তা মানছেন, “ডিজি আরও সতর্ক থাকার কথা বলেছেন। কড়া হাতে অপরাধ দমনের কথা বলেছেন।’’ একই সঙ্গে তাঁর দাবি, “জঙ্গলমহলের নিরাপত্তা নিয়ে এখন চিন্তার কিছু নেই। এখানে পর্যাপ্ত বাহিনীও রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Maoist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE