Advertisement
১৯ এপ্রিল ২০২৪
খড়্গপুরে জলপ্রকল্প

কাজে গতি আনতে বৈঠক

দ্বিতীয় জলপ্রকল্পের কাজে গতি আনতে বৈঠক করল খড়্গপুর পুরসভা। সোমবার ওই বৈঠকে গরমকালে জলসঙ্কট কাটাতে দ্বিতীয় জলপ্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০০:২২
Share: Save:

দ্বিতীয় জলপ্রকল্পের কাজে গতি আনতে বৈঠক করল খড়্গপুর পুরসভা। সোমবার ওই বৈঠকে গরমকালে জলসঙ্কট কাটাতে দ্বিতীয় জলপ্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রদীপ সরকার, জনস্বাস্থ্য ও পুর-কারিগরি দফতরের চিফ ইঞ্জিনিয়ার কল্যাণ রায়চৌধুরী প্রমুখ।

২০১০ সালে প্রায় ৮৬ কোটি ৭০ লক্ষ টাকার প্রস্তাবিত জলপ্রকল্পের কাজ এখনও কেন সমাপ্ত হল না তা নিয়েও আলোচনা হয়। আগামী জানুয়ারি মাসের মধ্যে যাতে ওই প্রকল্পের কাজ শেষ হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ওভারহেড ট্যাঙ্কগুলি গড়ার কাজ শেষে হয়েছে। বসানো হয়েছে পাইপ লাইনও। জলের উৎস নিয়ে জটিলতাও মিটে গিয়েছে বলে পুরসভা সূত্রে খবর।

ঠিক হয়েছে, আপাতত কেশপালে দশটি পাম্প দিয়ে কাঁসাই নদী থেকে জল তুলে পাইপের মাধ্যমে ঝরিয়ায় আনা হবে। সেখান থেকে শহরের বিভিন্ন অংশে থাকা ওভারহেডে ট্যাঙ্কে সরবরাহ করা হবে জল। বর্ষার পর জলপ্রকল্পের কাজ গতি হারালো কেন, তা নিয়েও এ দিন আলোচনা হয়। কারণ হিসেবে বর্ষায় নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পাম্পের কাজে সমস্যার কথা উঠে আসে। কাজ দ্রুতগতিতে শেষ করার কথা বলা হয়। পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “জানুয়ারি মাসের মধ্যে দ্বিতীয় জলপ্রকল্পের কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছি। নদীতে জল থাকায় পাম্প ডুবে রয়েছে। তাই প্রকল্পের কাজে সমস্যা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

water project
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE