Advertisement
০২ জুন ২০২৪

রাজ্যস্তরের সাঁতারের আয়োজন সুইমিং ক্লাবে

দীর্ঘ ১৭ বছর পর ফের রাজ্যস্তরের সাঁতার প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে মেদিনীপুর সুইমিং ক্লাব। ১৯৯৮ সালে রাজ্য বয়স ভিত্তিক সাঁতার ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা হয়েছিল এই সুইমিং ক্লাবে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০০:৩৩
Share: Save:

দীর্ঘ ১৭ বছর পর ফের রাজ্যস্তরের সাঁতার প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে মেদিনীপুর সুইমিং ক্লাব। ১৯৯৮ সালে রাজ্য বয়স ভিত্তিক সাঁতার ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা হয়েছিল এই সুইমিং ক্লাবে। এ বার অবশ্য বয়স ভিত্তিক নয়। শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘রাজ্য সিনিয়ার সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০১৬’। প্রতিযোগিতা শেষ হবে রবিবার।

তিন দিনের প্রতিযোগিতায় রাজ্যের ১৩টি জেলা থেকে প্রায় ২০০ জন প্রতিযোগী যোগ দেবেন বলে যুগ্ম সম্পাদক তপন সাহা ও অতনু ঘোষ জানিয়েছেন। প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছে ‘বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন’ (বাসা)। প্রতিযোগিতার দিনগুলিতে ভারতীয় সাঁতার সংস্থার সহ সভাপতি রামানুজ মুখোপাধ্যায়েরও থাকার কথা। আসার কথা রয়েছে রাজ্যের ক্রীড়া মন্ত্রী লক্ষীরতন শুক্ল-সহ দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও রাজীব বন্দ্যোপাধ্যায়েরও। সাঁতারে ৩৪ বিভাগে ও ডাইভিংয়ে তিনটি বিভাগে (৩,৭ ও ১০ মিটার) প্রতিযোগিতা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টি বিভাগে যোগ দিতে পারবেন।

সরঞ্জাম পেলে এই ক্লাবের সাঁতারুরা আরও ভাল ফল করতে পারত। রাজ্য স্তরের প্রতিযোগিতা করার পর ফের ক্লাবকে উন্নত করার চেষ্টায় ঝাঁপিয়ে পড়বেন বলেই ক্লাব কতৃর্পক্ষের দাবি। আর তাতে সফল হলে মেদিনীপুর সুইমিং ক্লাবেই জাতীয় স্তরের প্রতিযোগিতা করার জন্যও
চেষ্টা করবেন।

বিজেপির বিক্ষোভ। রাজ্যের নাম অপরিবর্তিত রাখার দাবিতে মেদিনীপুরে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির ডাকেই এই কর্মসূচি। বুধবার দুপুরে দলের কর্মীরা শহরে মিছিল করেন। পরে মিছিল পৌঁছয় জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে। এখানে বিক্ষোভ কর্মসূচি হয়। নেতৃত্বে ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ধীমান কোলে।পরে জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার দফতরে স্মারকলিপিও দেন বিজেপি নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Midnapore swimming club
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE