Advertisement
E-Paper

উদ্বোধনে চরকি পাক মন্ত্রীদের

রবিবার সন্ধ্যায় মেদিনীপুরে পুজো উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন কর্নেলগোলা সর্বজনীন, ছোটবাজার-সহ শহরের মোট তিনটি দুর্গোৎসবের সূচনা করেছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ০১:৪৫
ছোটবাজারে পুজো উদ্বোধনে শুভেন্দু।

ছোটবাজারে পুজো উদ্বোধনে শুভেন্দু।

পঞ্চমীর সন্ধ্যায় পুজোর উদ্বোধনে শহরে ঘুরে বেড়ালেন মন্ত্রী, আমলা থেকে মঠের মহারাজ।

রবিবার সন্ধ্যায় মেদিনীপুরে পুজো উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন কর্নেলগোলা সর্বজনীন, ছোটবাজার-সহ শহরের মোট তিনটি দুর্গোৎসবের সূচনা করেছেন তিনি।

এ দিনই খড়্গপুর শহরে একসঙ্গে প্রায় সব পুজোর উদ্বোধন হয়েছে। সুভাষপল্লির পাঁচেরপল্লি দুর্গামন্দিরের সুবর্ণজয়ন্তী বর্ষের পুজোর উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী পঙ্কজানন্দ। বেলুড় মঠের আদলে মণ্ডপ গড়ে নজর কেড়েছে এই পুজো। আবার রেলস্টেশন সংলগ্ন বাবুলাইন সর্বজনীনের পুজো মণ্ডপ তৈরি হয়েছে পেন, বই, খাতা-সহ শিক্ষাসামগ্রী। ওই পুজোর উদ্বোধন করেন ডিআরএম কে রবিনকুমার রেড্ডি। বুলবুলচটি সর্বজনীনের পুজো মহিলা পরিচালিত। স্থায়ী মণ্ডপে সাবেক প্রতিমায় পুজো হয় সেখানে। মহিলা পরিচালিত ওই পুজোর উদ্বোধন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। আবার ‘অ্যামাজন ফরেস্ট উইথ অ্যানাকন্ডা’ থিমে তৈরি প্রেমবাজার সর্বজনীনের পুজোর মণ্ডপ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

মালঞ্চ আদি পুজো কমিটির থিম ‘নারীতেই নাড়ির টান’। মহকুমাশাসক সুদীপ সরকার ও পুরপ্রধান প্রদীপ সরকার মিলে মালঞ্চের ওই পুজোর উদ্বোধন করে। এছাড়াও এ দিন তালবাগিচা সুকান্তনগর পুজো কমিটির ‘জঙ্গল বুক’ থিমের পুজোর উদ্বোধন হয়েছে সাড়ম্বরে। শুধু পঞ্চমী নয়, ষষ্ঠীতেও রয়েছে একাধিক পুজোর উদ্বোধন। ষষ্ঠীতে পুরাতনবাজার দুর্গা-লক্ষ্মী-কালী পুজো কমিটির পুজোর উদ্বোধন হবে। অবশ্য ‘পরীর দেশে স্বর্গীয় পরিবেশে দেবী দর্শন’ থিমের এই পুজোর উদ্বোধনে কোনও বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়নি। একেবারে স্থানীয় এক মহিলাকে দিয়ে পুজো উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে এই পুজো কমিটি। ওই দিনই মালঞ্চ শক্তি সঙ্ঘের ‘শিক্ষাসাথী’ থিমের পুজোর উদ্বোধনও হবে।

নিম্নচাপ কাটতেই পঞ্চমীতে পুজো উদ্বোধন শুরু হয়েছে গড়বেতার তিনটি ব্লকে। এ দিন বিকেলে গড়বেতার রাধানগরে সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করেন জেলাশাসক পি মোহন গাঁধী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উত্তম অধিকারী, জেলাপরিষদ সদস্য নির্মল ঘোষ প্রমুখ। জেলাশাসক এ দিন আমলাশুলি সর্বজনীন দুর্গাপুজোরও উদ্বোধন করেন। ঝাড়বনি মধ্যপল্লি মহিলা পরিচালিত দুর্গোৎসবের সূচনা হয় রক্তদান শিবিরের মধ্য দিয়ে। হুমগড় সর্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার। সন্ধ্যায় গড়বেতার নতুন হাটে মৈত্রী সংঘ পরিচালিত সর্বজনীন দুর্গাপুজোর ও চন্দ্রকোনা রোডের শান্তিনগর সর্বজনীন পুজোর উদ্বোধন হয়।

Durga Puja Durga Puja 2018 Suvendu Adhikari শুভেন্দু অধিকারী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy