Advertisement
১০ জুন ২০২৪

হাতুড়ি নয়, হাতুড়ে

রবিবারের সকালে ফোনে প্রথম বাক্য শুনেই ছিটকে উঠলেন তিনি। সটান একের পর এক বলে দিলেন ‘ রং নাম্বার’, ‘ মশকরা করছেন?’, ‘ মাথা খারাপ নাকি’ ইত্যাদি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৬ ০০:৪৭
Share: Save:

রবিবারের সকালে ফোনে প্রথম বাক্য শুনেই ছিটকে উঠলেন তিনি। সটান একের পর এক বলে দিলেন ‘ রং নাম্বার’, ‘ মশকরা করছেন?’, ‘ মাথা খারাপ নাকি’ ইত্যাদি। ফোনের অন্য পারে তখন গলায় কাকুতি মিনতি ঝরিয়ে দলের কর্মী তথা এক গ্রামীণ চিকিৎসক বললেন, “স্যার, হাতুড়িদের নয় হাতুড়েদের।” পটাশপুর এলাকায় বামেদের হাতুড়ির দল বলেও ডাকে অনেকে। তাই পটাশপুরের বিধায়ক তথা মন্ত্রী জ্যোতির্ময়বাবুর চমকে ওঠাই স্বাভাবিক। অন্য সময় হলে আলাদা কথা, ভোটযুদ্ধকালীন ‘ হা’ শুনলেই হাতুড়ির কথাই মনে আসবে। দলের এক কর্মী ভেঙেই বললেন বিষয়টা। এ দিন মঙলামাড়োর একটি স্কুলে বিধানসভা এলাকার গ্রামীণ চিকিৎসকদের একটি সম্মেলনে তাঁর আমন্ত্রণ ছিল। হাতুড়েদের সম্মেলনকে তিনি ভেবে বসেন হাতুড়িদের সম্মেলন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

conferance election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE