Advertisement
০২ মে ২০২৪

স্কুল-জট কাটাতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিব্যেন্দুর

সেন্ট জেভিয়ার্স স্কুলের জট কাটাতে এ বার উদ্যোগী হলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। সমস্যার আশু সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০১:৩২
Share: Save:

সেন্ট জেভিয়ার্স স্কুলের জট কাটাতে এ বার উদ্যোগী হলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। সমস্যার আশু সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে সাংসদ লিখেছেন “সেন্ট জেভিয়ার্স স্কুল কর্তৃপক্ষ হঠাৎ হলদিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, সিপিটি এইচডিসি এবং সেন্ট জেভিয়ারস কর্তৃপক্ষের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে স্কুলটি চলে। পাঁচ দশক ধরে এই স্কুলের ফলাফল অত্যন্ত ভাল।’’

আগামী ২২ জানুয়ারি টাউনশিপের বি বি ঘোষ অডিটোরিয়ামে অভিভাবকদের কমিটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল বলেন, “পরিবহণমন্ত্রীর নির্দেশে আগামী ২৪ জানুয়ারি তিন পক্ষকে নিয়ে বৈঠকে বসা হবে। সেখানে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে।” সাংসদ দিব্যেন্দু অধিকারীও বলেন, ‘‘ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে সকলকে এগিয়ে আসতে হবে। হলদিয়া থেকে সেন্ট জেভিয়ার্সকে কোনও মতেই চলে যেতে দেওয়া
যাবে না।’’

স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা চিঠির কথা জানেন না। তবে আলোচনার বিষয়টি গুরুত্ব দিয়ে তাঁরা ভাববেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

school CM Dibyendu Adhikari
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE