শহরে উপযুক্ত প্রেক্ষাগৃহ নেই। দীর্ঘ দাবির পরে গত ডিসেম্বরে শহরে এসে প্রেক্ষাগৃহ তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই ওই প্রেক্ষাগৃহ গড়তে পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ বার খড়্গপুরে প্রেক্ষাগৃহ গড়তে খড়্গপুর আইআইটির স্থাপত্যবিদ্যা বিভাগের সাহায্য নিতে চলেছে পুরসভা ও পূর্ত দফতর। পুরসভা সূত্রে এমনই খবর জানা গিয়েছে।
দিন পনেরো আগেই আইআইটির স্থাপত্যবিদ্যা বিভাগের থেকে প্রেক্ষাগৃহের নকশা চাওয়া হয়েছে। ওই নকশা পেলে প্রেক্ষাগৃহের পরিকল্পনা অনুমোদনের জন্য পাঠানো হবে। পরিকল্পনা অনুমোদনের পরেই টেন্ডার ডাকা হবে। সবমিলিয়ে এই প্রক্রিয়া শেষ হতে আরও একমাস সময় লাগতে পারে। পুরসভার তত্ত্বাবধানে ওই প্রেক্ষাগৃহ তৈরি হলেও নির্মাণকাজের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দফতরকে। প্রায় বারোশো আসন বিশিষ্ট ওই প্রেক্ষাগৃহ গড়া হবে আধুনিক প্রযুক্তিতে। শব্দ প্রতিধ্বনি রোধী ব্যবস্থা গড়ে তোলা হবে এই প্রেক্ষাগৃহে। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, আইআইটির থেকে শুধুমাত্র স্থাপত্যের নকশা চাওয়া হয়েছে। তবে কাঠামোগত নকশা পূর্ত দফতরই তৈরি করবে বলে জানানো হয়েছে।