Advertisement
২৫ এপ্রিল ২০২৪

২২ টি উচ্চ প্রাথমিক স্কুলের অনুমোদন পূর্বে

মাধ্যমিক স্তরে পঠন-পাঠনের সুযোগ বাড়াতে পূর্ব মেদিনীপুর জেলায় আরও ২২টি উচ্চ প্রাথমিক স্কুল চালুর অনুমোদন দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। জেলা সর্বশিক্ষা মিশনের প্রস্তাবের ভিত্তিতে সম্প্রতি রাজ্য শিক্ষা দফতর জেলার বিভিন্ন এলাকায় ওই স্কুল চালুর অনুমতি দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২১ জুলাই ২০১৫ ০১:১২
Share: Save:

মাধ্যমিক স্তরে পঠন-পাঠনের সুযোগ বাড়াতে পূর্ব মেদিনীপুর জেলায় আরও ২২টি উচ্চ প্রাথমিক স্কুল চালুর অনুমোদন দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। জেলা সর্বশিক্ষা মিশনের প্রস্তাবের ভিত্তিতে সম্প্রতি রাজ্য শিক্ষা দফতর জেলার বিভিন্ন এলাকায় ওই স্কুল চালুর অনুমতি দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানান, ‘‘মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্কুলের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় গত কয়েক বছরে মোট ৩২০ টি উচ্চ প্রাথমিক স্কুল বা জুনিয়র হাইস্কুল চালুর অনুমোদন পাওয়া গিয়েছিল। এর মধ্যে ২৮৭ টি উচ্চ প্রাথমিক স্কুল চালু হয়ে গিয়েছে। সম্প্রতি জেলায় আরও ২২ টি উচ্চ প্রাথমিক স্কুল চালুর অনুমোদন দিয়েছে রাজ্য শিক্ষা দফতর। নতুন করে অনুমোদন পাওয়া স্কুলগুলি আগামী শিক্ষাবর্ষ থেকেই চালুর চেষ্টা হচ্ছে।’’

জেলা পরিষদ ও শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক স্কুলের পঠন-পাঠন শেষ হওয়ার পরে মাধ্যমিক স্তরে পড়াশোনার জন্য ছাত্র-ছাত্রীদের বাড়ির কাছাকাছি হাইস্কুলে ভর্তির সুযোগ বৃদ্ধি করতে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার উচ্চ প্রাথমিক স্কুল বা জুনিয়র হাইস্কুল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল কয়েক বছর আগে। পরিকল্পনা অনুযায়ী যে সব এলাকার দেড় কিলোমিটারে হাইস্কুল নেই সেখানে উচ্চ প্রাথমিক স্কুল চালু করা হবে। সরকারি নিয়ম মেনে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় উচ্চ প্রাথমিক স্কুল চালুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্য শিক্ষা দফতরের কাছে। অনুমোদন পাওয়ার পরে জেলার বিভিন্ন এলাকায় স্কুল চালুর ব্যবস্থা নেওয়া হয়। এভাবে গত কয়েক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৩২০টি উচ্চ প্রাথমিক স্কুল চালুর অনুমোদন পাওয়া গিয়েছে। তাঁর মধ্যে এখনও পর্যন্ত ২৮৭ টি উচ্চ প্রাথমিক স্কুল চালু হয়ে গিয়েছে।

জেলা সর্বশিক্ষা মিশনের প্রস্তাব অনুযায়ী রাজ্য শিক্ষা দফতর জেলায় নতুন করে আরও ২২ টি উচ্চ প্রাথমিক স্কুল চালুর অনুমোদন দিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতুন যেসব এলাকায় আপার প্রাইমারি স্কুলের অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে চণ্ডীপুর ব্লকের ভগবানখালি, কুলাপাড়া, পায়রাচালি, কাঁথি-৩ ব্লকের বালিয়া, সিজুয়া, টাটকাপুর, উত্তর কানাইদিঘি, উত্তর রামচন্দ্রপুর, দেশপ্রাণ (কাঁথি-২) ব্লকের ঝাওয়া, ধোবাবেড়িয়া, দহ সোনামুই, খেজুরির-২ ব্লকের দক্ষিণ দেখালি, দক্ষিণ কলাগেছিয়া, মালদা, নরসুল্লাচক। এছাড়াও রয়েছে জেলার কোলাঘাট ব্লকের দেড়িয়াচক মক্তব, ময়না ব্লকের মগরা, নন্দকুমার ব্লকের পানিসিতি, চন্দ্রেশ্বর পাঁশকুড়া ব্লকের বাহারগ্রাম, রামনগর-২ ব্লকের কানপুর ও শহিদ মাতঙ্গিনী ব্লকের পোলন্দা।

এ দিকে মাধ্যমিক স্তরে জেলায় নতুন স্কুল চালুর অনুমোদন মিললেও প্রাথমিক স্তরে পড়ুয়ার অভাবে জেলার বেশ কিছু শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেনের কথায়, ‘‘রাজ্য শিশু শিক্ষা মিশনের নির্দেশিকা অনুযায়ী যেসব শিশু শিক্ষা কেন্দ্রে পড়ুয়ার সংখ্যা ২০ জনের কম সেগুলি বন্ধ করতে হবে। সেই অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় থাকা এরকম ২০ টি শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ করা হয়েছে। এছাড়াও স্কুলের নিজস্ব ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা না থাকার কারণে জেলার বিভিন্ন এলাকায় থাকা আরও ১৩ টি শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

permission school Tamluk tatkapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE