Advertisement
১৯ মে ২০২৪

‘সমর্থনে’ সাড়া নেই কর্মহীনদের

নোট বাতিলের ধাক্কায় কাজ হারিয়ে শুধু ঘাটাল মহকুমাতেই ফিরে এসেছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। এঁদের বেশির ভাগই দেশের বিভিন্ন প্রান্তে সোনার কারিগরের কাজ করেন। কাজহারাদের পাশে দাঁড়াতে রাজ্যের তৃণমূল সরকার ‘সমর্থন’ প্রকল্পের ঘোষণা করে।

অভিজিৎ চক্রবর্তী
ঘাটাল শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০১:১৯
Share: Save:

নোট বাতিলের ধাক্কায় কাজ হারিয়ে শুধু ঘাটাল মহকুমাতেই ফিরে এসেছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। এঁদের বেশির ভাগই দেশের বিভিন্ন প্রান্তে সোনার কারিগরের কাজ করেন। কাজহারাদের পাশে দাঁড়াতে রাজ্যের তৃণমূল সরকার ‘সমর্থন’ প্রকল্পের ঘোষণা করে। কিন্তু পরিসংখ্যান বলছে, সরকারের এই প্রকল্পে বিশেষ আস্থা নেই নোটের চোটে কাজহারাদের। বেশিরভাগই ফের ভিন্‌ রাজ্যে পাড়ি দিয়েছেন।

ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক মিলিয়ে ২০ মার্চ পর্যন্ত সমর্থন প্রকল্পের মাত্র ৭২৭টি আবেদন জমা পড়েছে। যেখানে কাজ হারিয়ে ফিরেছিলেন প্রায় ৫০ হাজার মানুষ, সেখানে এত কম আবেদন কেন? প্রশাসনিক কর্তাদের মতে, এই প্রকল্পে এককালীন ৫০ হাজার টাকা পাওয়ার কথা। কিন্তু তাতে আর ক’দিন সংসার চলবে! ওই পুঁজিতে তেমন ব্যবসা করাও সম্ভব নয়। তাই পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই দিল্লি, মহারাষ্ট্র, চেন্নাই, মুম্বইয়ের পুরনো কর্মস্থলেই ফিরে গিয়েছেন বেশিরভাগ কারিগর।

পশ্চিম মেদিনীপুর জেলায় ‘সমর্থন’ প্রকল্পের উপভোক্তা কমিটির অন্যতম সদস্য তথা জেলা পরিষদের উপাধ্যক্ষ অজিত মাইতি বলেন, “পরিস্থিতির উন্নতি হওয়ায় অনেকে কাজে ফিরে গিয়েছেন ঠিকই। তবে আরও আবেদন আসবে। পঞ্চায়েত স্তর থেকে এখনও ব্লকে সব আবেদন এসে পৌঁছয়নি।’’ এ বারের রাজ্য বাজেটে এই প্রকল্পে ২৫০ কোটি টাকা রাখা হয়েছে। ঠিক হয়েছে, ৫০ হাজার কাজহারাকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আপাতত, ১০টি জেলায় প্রকল্প চালু হবে। আবেদনকারী সত্যিই ৮ নভেম্বরের পরে কাজ হারিয়ে রাজ্যে ফিরেছেন কি না, তা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট এলাকার থানা। পুলিশের তরফে বিডিওকে সবুজ সঙ্কেত দিলে তবেই আবেদন জেলায় যাবে। জেলাস্তরের কমিটি তা খতিয়ে দেখে পাঠাবে রাজ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Samarthan project Ghatal Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE