পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে এবং তা থেকে গুলি চালিয়ে পালানোর চেষ্টা! উত্তরপ্রদেশের আগরায় খুনে অভিযুক্ত ব্যক্তিকে এনকাউন্টারে ঘায়েল করল পুলিশ! পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অভিযুক্তের। এই ঘটনায় আরও দুই অভিযুক্ত পালানোর সময় পুলিশের গুলিতে জখম হয়েছেন। তবে এই দু’টি এনকাউন্টার অন্যত্র হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি উত্তরপ্রদেশের ট্রান্স যমুনা থানা এলাকার একটি হোটেলে রাজ চৌহান নামের এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে আরবাজ় মনসুরি নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে নিয়ে খুনে ব্যবহৃত দেশি পিস্তল উদ্ধার করতে যাচ্ছিল পুলিশ। সেই সময় আরবাজ় পুলিশের এক সাব ইনস্পেক্টরের বন্দুক ছিনিয়ে গুলি চালায় বলে অভিযোগ। তার পর পালানোর চেষ্টা করে।
পাল্টা গুলি চালায় পুলিশ। আরবাজ়ের বুকে এবং পায়ে গুলি লাগে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আরবাজ়কে মৃত বলে ঘোষণা করেন। আরবাজ়ের ছোড়া গুলিতে আহত হয়েছেন সাব-ইনস্পেক্টর ঋষি এবং কনস্টেবল মনোজ কুমার। এক পুলিশকর্মীর বুলেটরোধী জ্যাকেটে গুলি লেগেছে।
এই হত্যাকাণ্ডে অভিযুক্ত অপর এক জন ট্রান্স যমুনা থানা এলাকায় পুলিশি এনকাউন্টারে আহত হয়েছে। আরও এক জন আহত হয়েছেন ডাউকি থানা এলাকায়। অভিযুক্তদের কাছ থেকে দু’টি দেশি পিস্তল এবং দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তিন অভিযুক্তের প্রত্যেকের মাথার দাম ছিল ২৫ হাজার টাকা।