Advertisement
২০ মে ২০২৪
অনিয়ম রুখতে চলবে পরিদর্শন

লাইসেন্স নেই, বন্ধ নার্সিংহোম

লাইসেন্স পুনর্নবীকরণ না করেই চলছিল নার্সিংহোম। মেদিনীপুর শহরের কেরানিতলার কাছে সেই ‘মহামায়া নার্সিংহোম’- এ পরিদর্শনে গিয়ে আরও নানা অনিয়ম চোখে পড়েছিল জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ০১:২৯
Share: Save:

লাইসেন্স পুনর্নবীকরণ না করেই চলছিল নার্সিংহোম। মেদিনীপুর শহরের কেরানিতলার কাছে সেই ‘মহামায়া নার্সিংহোম’- এ পরিদর্শনে গিয়ে আরও নানা অনিয়ম চোখে পড়েছিল জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের। এ বার সেই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল জেলা স্বাস্থ্য দফতর। শনিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “মেদিনীপুরের ওই নার্সিংহোমটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন ওই সব অনিয়ম চলছিল তা জানতে চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপই করা হবে।”

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই নার্সিংহোমে আর নতুন করে রোগী ভর্তি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগে লাইসেন্স পুনর্নবীকরণ করাতে হবে। তারপর চালু করা যেতে পারে। নার্সিংহোমের মালিক পতিতপাবন মণ্ডল জানান, স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনেই কাজ হবে।

গত বৃহস্পতিবার রাতে আচমকাই মেদিনীপুর শহরের কেরানিতলার কাছে ‘মহামায়া নার্সিংহোম’ পরিদর্শনে গিয়েছিল জেলা স্বাস্থ্য দফতরের পরিদর্শক দল। নেতৃত্বে ছিলেন খোদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্রবাবু। পরিদর্শনে দেখা যায়, নার্সিংহোমটির লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে। পুনর্নবীকরণ না করেই শহরের বুকে রমরমিয়ে চলছে নার্সিংহোমের ব্যবসা। এ ছাড়া, প্রশিক্ষিত নার্স না থাকা, রেট চার্ট না টাঙানোর মতো অনিয়মও ধরা পড়ে। তারপরই নার্সিংহোম বন্ধের নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nursing home
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE