Advertisement
২১ মে ২০২৪

কাল শপথ কাঁথি পুরসভায়

কাঁথি পুরসভার নবনির্বাচিত কাউন্সিলাররা শপথ গ্রহণ করবেন কাল, বুধবার। পুরভোটে ২১টি আসন বিশিষ্ট কাঁথি পুরসভায় ১৯টি আসনে তৃণমূল প্রার্থীরাই জয়ী হয়েছেন। বাকি দু’টি ওয়ার্ডে বিদায়ী পুরপ্রধান সৌমেন্দু অধিকারী ও বিধায়ক দিব্যেন্দু অধিকারী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বিরোধী শূন্য কাঁথি পুরসভায় এ বারও সৌমেন্দুবাবুই পুরপ্রধান হিসেবে শপথ নেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০০:৫১
Share: Save:

কাঁথি পুরসভার নবনির্বাচিত কাউন্সিলাররা শপথ গ্রহণ করবেন কাল, বুধবার। পুরভোটে ২১টি আসন বিশিষ্ট কাঁথি পুরসভায় ১৯টি আসনে তৃণমূল প্রার্থীরাই জয়ী হয়েছেন। বাকি দু’টি ওয়ার্ডে বিদায়ী পুরপ্রধান সৌমেন্দু অধিকারী ও বিধায়ক দিব্যেন্দু অধিকারী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বিরোধী শূন্য কাঁথি পুরসভায় এ বারও সৌমেন্দুবাবুই পুরপ্রধান হিসেবে শপথ নেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কাঁথির মহকুমাশাসক সরিৎ ভট্টাচার্য নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করাবেন। শহরের সাধারণ মানুষ যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন, সে জন্য মঞ্চ বেঁধে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কাঁথি পুরসভার উপ-পুরপ্রধান কে হবেন, তা নিয়ে জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে। বিদায়ী উপ-পুরপ্রধান স্বপনকুমার পালের ওয়ার্ড এ বার মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় তিনি ভোটে লড়েননি। তাঁর জায়গায় স্বপনবাবুর স্ত্রী ভোটে লড়ে জিতেছেন। অন্য দিকে, পুরসভায় দুই প্রবীণ কাউন্সিলর সত্যেন্দ্রনাথ জানা ও সুবলকুমার মান্নাও এ টানা পাঁচ বার ভোটে জিতে এবারে ষষ্ঠবারের জন্য কাউন্সিলর পদে শপথ নেবেন। দলীয় সূত্রে খবর, উপ-পুরপ্রধান পদে তাঁরা অন্যতম দাবিদার। এ বারই প্রথম ভোটে দাঁড়িয়ে কাউন্সিলার হয়েছেন পুরসভার প্রাক্তন বাস্তুকার দিলীপকুমার মাইতি। দীর্ঘদিন পুরসভার বাস্তুকার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকায় উপ-পুরপ্রধান পদের দৌড়ে তিনিও রয়েছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kanthi municipality oath taking ceremony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE