ভুয়ো পরিচয় দিয়ে পূর্ব মেদিনীপুরের এগরায় বসবাস করছিলেন। শুক্রবার এমনই এক বাংলাদেশি যুবককে পাকড়াও করল এগরা থানার পুলিশ। তাঁর সঙ্গে এক ‘সহযোগী’-ও পাকড়াও হয়েছেন পুলিশের হাতে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে এগরা থানায় এক মহিলা অভিযোগ করেন, তাঁর স্বামীর সঙ্গে এক ব্যক্তির টাকা নিয়ে ঝামেলা হচ্ছে। সেই অভিযোগের তদন্তে এগরা-১ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর বাজারে জনৈক সুকুমার মান্নার বাড়িতে যায় পুলিশের একটি দল। সেখানে অভিযোগকারণীর স্বামী কুরবান মণ্ডল এবং ইব্রাহিম হোসেন নামে তাঁর এক সঙ্গীর পরিচয়পত্র দেখতে চান তদন্তকারীরা। কুরবান নিজের পরিচয়পত্র দেখালেও ইব্রাহিম কোনও নথি দিতে পারেননি। পুলিশের সন্দেহ হয়। তাঁদের জেরা করতেই জানা যায়, মাস ছয়েক আগে অবৈধ ভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেন ইব্রাহিম-সহ পাঁচ বাংলাদেশি। ইব্রাহিমকে তৎক্ষণাৎ গ্রেফতার করে পুলিশ। তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে কুরবানকেও গ্রেফতার করা হয়েছে। তবে তার মধ্যেই দুই সন্তানকে সঙ্গে নিয়ে কুরবানের স্ত্রী পালিয়ে গিয়েছেন। তাঁদের খোঁজ করছে পুলিশ।
ধৃত ইব্রাহিম বাংলাদেশের খুলনার যশোরের বাসিন্দা। কুরবানের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায়। জেরায় ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতিতে পাসপোর্ট, ভিসা ছাড়াই স্ত্রী-সন্তান নিয়ে এ রাজ্যের উত্তর ২৪ পরগনায় ঢোকেন তিনি। প্রথমে বনগাঁ, তার পর বজবজ এবং সেখান থেকে মেটিয়াবুরুজে ছিলেন। সেখান থেকে কুরবানের হাত ধরে এগরায় একটি বাড়ি ভাড়া করে বসবাস শুরু করেন। কুরবানের সঙ্গে এলাকা ঘুরে ঘুরে আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতেন তিনি। ওই ব্যবসার টাকার ভাগ নিয়ে বৃহস্পতিবার নিজেদের মধ্যে ঝগড়া করেন তাঁরা।
আরও পড়ুন:
শুক্রবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় ছ’মাস আগে অভিযুক্ত বাংলাদেশ থেকে এ দেশে আসেন। অভিযুক্তদের অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে বাড়িমালিক সুকুমারের দাবি, “প্রায় এক আগে স্বস্ত্রীক কুরবান মণ্ডল আমার বাড়ি ভাড়া নেন। তাঁরা পরিচয়পত্রও জমা করেন। তবে যাঁকে বাংলাদেশি বলা হচ্ছে, তিনি দিন কয়েক আগে আমার বাড়িতে আসেন। তাঁকে কাজের সঙ্গী বলেছিলেন কুরবান। ওই ব্যক্তির পরিচয়পত্র চেয়েছিলাম। ওঁরা বলেছিসেন, পরের বার বাড়ি গেলে কাগজপত্র সঙ্গে আনবেন।’’