Advertisement
১৭ মে ২০২৪
মেদিনীপুরে সঙ্কট

আধার কার্ড তৈরি বন্ধ

মেদিনীপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কামারপাড়ার বাসিন্দা বাবলু রানা। বার্ধক্যভাতার জন্য কাউন্সিলরের কাছে গিয়েছিলেন এই বৃদ্ধ। কিন্তু আধার কার্ড না থাকায় ফিরে আসতে হয়েছে। বাবলুবাবু বলেন, ‘‘সব ওয়ার্ডে আধার কার্ডের ছবি তোলা হল। অথচ আমাদের ওয়ার্ডে হল না।’’

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১৮
Share: Save:

মেদিনীপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কামারপাড়ার বাসিন্দা বাবলু রানা। বার্ধক্যভাতার জন্য কাউন্সিলরের কাছে গিয়েছিলেন এই বৃদ্ধ। কিন্তু আধার কার্ড না থাকায় ফিরে আসতে হয়েছে। বাবলুবাবু বলেন, ‘‘সব ওয়ার্ডে আধার কার্ডের ছবি তোলা হল। অথচ আমাদের ওয়ার্ডে হল না।’’

কাপারপাড়ার ভবেশ রানার স্ত্রী অন্তঃসত্ত্বা। প্রসবের পরে হাসপাতাল থেকে টাকা পাওয়ার জন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট করাতে গিয়েছিলেন। আধার কার্ড না থাকায় ফিরতে হয়েছে তাঁকেও। ভবেশবাবুর ক্ষোভ, ‘‘সরকার কার্ড ছাড়া টাকা দেবে না। আবার কার্ড বানাতে সরকারের তাগিদও নেই।’’

আধার কার্ড ছাড়া ব্যাঙ্ক বা ডাকঘরে অ্যাকাউন্ট খোলা যাবে না। কেন্দ্রীয় প্রকল্পে টাকা লেনদেন, সরকারি পরীক্ষায় বসতে গেলেও লাগছে আধার কার্ড। এই পরিস্থিতিতেও মেদিনীপুর পুরসভা থেকে আধার কার্ড তৈরির কাজ বন্ধ হয়ে রয়েছে। ফলে, সমস্যায় পড়েছেন শহরবাসী। মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু বলেন, ‘‘একটি এজেন্সি বিভিন্ন ওয়ার্ড আধার কার্ড তৈরির কাজ করছিল। হঠাৎ করেই তারা কাজ বন্ধ করে দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। নতুন এজেন্সি দায়িত্ব নিলেই বাকি ওয়ার্ডগুলিতে কাজ শুরু হবে।’’

পুরসভা সূত্রে জানা খবর, শহরের ২৫টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডে আধার কার্ড তৈরির কাজ হয়ে গিয়েছে। কাজ হয়নি ১, ২২, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বাসিন্দাদের তাই নানা দুর্ভোগে পড়তে হচ্ছে। পুরপ্রধান প্রণববাবুর অবশ্য আশা, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aadhar Card
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE