Advertisement
২৬ এপ্রিল ২০২৪
BJP Meeting

কেশপুরে সুকান্তের সভার অনুমতি মিলল না, বিজেপি বলল, সভা হবেই

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া সুশীল ধাড়ার পরিবারের হাতে চেক তুলে দেওয়ার কথা সুকান্তের। অভিযোগ, ২৪ ঘণ্টা আগে বাতিল করে দেওয়া হয় সভার অনুমতি।

A Photograph of Suvendu Adhikari and Sukanta Majumdar

শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কেশপুর শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৩ ০৩:১৭
Share: Save:

বিজেপির সভা ঘিরে ফের বির্তক। এ বার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সভা ঘিরে টানাপড়েন। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিশ্বনাথপুর বাজার এলাকায় একটি সভায় যোগ দেওয়ার কথা সুকান্তের। তবে বিজেপির দাবি, সেই সভার অনুমতি দেয়নি পুলিশ।

বিজেপির দাবি, দিন কয়েক আগে চন্দ্রকোনার ঝাঁকরায় শুভেন্দু অধিকারীর ডাকা কৃষক সমাবেশের অনুমতি নিয়েও সমস্যা তৈরি হয়। শেষে আদালতের নির্দেশে ঝাঁকরায় সভা করেন শুভেন্দুকে। এ বার সুকান্তের সভা ঘিরেও একই পরিস্থিতি বলে অভিযোগ তাদের। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া সুশীল ধাড়ার পরিবারের হাতে চেক তুলে দেওয়ার কথা সুকান্তের। অভিযোগ, ২৪ ঘণ্টা আগে বাতিল করে দেওয়া হয় সভার অনুমতি। পুলিশের যদিও দাবি, স্থানীয় সমস্যার কথা মাথায় রেখে সভার অনুমতি বাতিল করা হয়েছে।

বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, ‘‘সভা বাতিল করার একটি নোটিস জারি হয়েছে। যদিও আমরা এখনও কোনও বিজ্ঞপ্তি হাতে পাইনি। আমাদের কর্মসূচি চালু থাকবে। এ জন্য হাই কোর্টের দ্বারস্থ হতে হলে, তাই হব।” তাঁর সংযোজন, “মঙ্গলবার দলের দলের রাজ্য সভাপতি শহিদ পরিবারের সঙ্গে দেখা করবেন। তার পরে, বিকেল ৩টে নাগাদ বিশ্বনাথপুরের বাজারে একটি ছোট পথসভা হওয়ার কথা আছে। পুলিশ অনুমতি না দিলেও নির্দিষ্ট সময়ে ওই পথসভা হবে।”

এ প্রসঙ্গে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, “এটা প্রশাসনিক বিষয়। প্রশাসনের অনুমতি নিয়েই সভা করা উচিত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE