প্রতারণায় অভিযুক্তকে ধরতে গিয়ে মহিলাদের আক্রমণের মুখে পড়ল পুলিশ। যার জেরে অভিযুক্তকে গ্রেফতার না করেই ফিরে আসতে হয় তাদের। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় চণ্ডীপুর থানার নয়নান গ্রামে। পরে রাতে মহিলা পুলিশ নিয়ে গেলেও অহীভূষণ মিশ্র নামে ওই অভিযুক্তকে আর ধরতে পারেনি পুলিশ। সে পালিয়ে যায়। তবে পুলিশের উপর হামলা ও অভিযুক্তকে পালাতে সাহায্য করার অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের একজন অভিযুক্তের স্ত্রী। উমা মিশ্র নামে ওই মহিলাকে আগে একবার জালনোট কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কলকাতার এক ব্যবসায়ীকে দিঘার হোটেলে সিসি টিভি এবং অগ্নি নির্বাপক যন্ত্র লাগানোর বরাত পাইয়ে দেওয়ার নামে ২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে গত ২৩ এপ্রিল পুলিশ অশোক জানা নামে একজনকে গ্রেফতার করে। তদন্তে পুলিশ জানতে পারে ধৃত ভগবানপুরের নারায়ণদাঁড়িতে একটি বড় প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। কাগজে বিজ্ঞাপন দিয়ে অনেক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে তারা। তারই সূত্রে ধরে পুলিশ ওই প্রতারণা চক্রের আর এক পাণ্ডা অহীভূষণের নাম জানতে পারে। বুধবার সন্ধ্যায় নয়নান গ্রামে তাকে গ্রেফতার করতে গেলে বাড়ির মহিলারা বঁটি, কাটারি নিয়ে পুলিশকে তাড়া করে বলে অভিযোগ। হামলায় জখম হন দুই পুলিশ কর্মী। সংখ্যায় কম থাকায় পুলিশ তখনকার মতো চলে আসে। পরে আরও ফোর্স ও মহিলা পুলিশ নিয়ে গেলেও অহীভূষণকে ধরা যায়নি। তার আগেই সে পালিয়ে যায়। গ্রেফতার করা হয় তিন মহিলাকে।