Advertisement
২০ এপ্রিল ২০২৪

মুখ্যমন্ত্রী আসার আগে পোস্টার বেলপাহাড়িতে

মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের ঠিক দু’দিন আগে বেলপাহাড়ির ওদলচুয়া এলাকায় মিলল জনসাধারণ কমিটির নামাঙ্কিত পোস্টার। পোস্টার পড়ার ঘটনায় প্রশাসনিক ও স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

সেই পোস্টার। নিজস্ব চিত্র

সেই পোস্টার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০১:৩৯
Share: Save:

মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের ঠিক দু’দিন আগে বেলপাহাড়ির ওদলচুয়া এলাকায় মিলল জনসাধারণ কমিটির নামাঙ্কিত পোস্টার। পোস্টার পড়ার ঘটনায় প্রশাসনিক ও স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার ওদলচুয়ার রাস্তার উপরে সাদা কাগজে নীল কালিতে স্থানীয় এক রেশন ডিলারের ‘মুণ্ডু চাই’ কথা লেখা ছিল। পুলিশ সূত্রের দাবি, মাস খানেক আগে ওই রেশন ডিলারের সঙ্গে তাঁর এক পড়শির গোলমাল হয়। ওই বিবাদের জেরেই ভুয়ো পোস্টায় দিয়ে ভয় দেখানো হয়েছে। পড়শিকে জেরা করা হচ্ছে। তবে এই পোস্টারের সঙ্গে অন্য কোনও যোগ আছে কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

এক সময় মাওবাদী অশান্তিপর্বে জঙ্গলমহলের গোটা এলাকায় দাপিয়ে বেড়াত ছত্রধর মাহাতোর নেতৃত্বাধীন জনসাধারণের কমিটি। রাজ্যে ক্ষমতার পালা বদলের পরে যৌথ বাহিনীর গুলিতে খতম হন শীর্ষ মাও নেতা কিষেনজি। গত সাড়ে পাঁচ বছরে মাওবাদীদের সিংহভাগ স্কোয়াড সদস্য আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরেছেন। জঙ্গলমহলে মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই বলে বারে বারেই দাবি করে থাকে পুলিশ-প্রশাসন। তবে পড়শি ঝাড়খণ্ড রাজ্য থেকে মাওবাদীরা এ রাজ্যে গোলমাল পাকাতে পারে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে বার কয়েক সতর্ক বার্তা পাঠানো হয়েছে। ২০০৮ সালে ছত্রধর মাহাতো গ্রেফতার হওয়ার পরে ক্রমশ কমিটির কার্যকলাপ স্তিমিত হয়ে যায়। রাজ্যে ক্ষমতার পালা বদলের পরে মাওবাদীদের মতোই জনসাধারণ কমিটির অস্তিত্বও কার্যত বিলীন হয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ration Dealer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE