Advertisement
২০ এপ্রিল ২০২৪

ডিআরএম অফিসে দীর্ঘ দিন লিফ্‌ট বিকল, দুর্ভোগ

ব্রিটিশ জমানায় তৈরি রেল ডিভিশনের প্রধান কার্যালয়। তিনতলা ভবনের একমাত্র লিফ্‌টটি দীর্ঘ দিন ধরে বিকল। আধিকারিক থেকে কর্মী, সকলকেই সিঁড়ি ভাঙতে হচ্ছে। এই কার্যালয়ে আসা অবসরপ্রাপ্ত প্রবীণ ও প্রতিবন্ধীদের সমস্যা সব থেকে বেশি।

অকেজো লিফ্‌ট। নিজস্ব চিত্র।

অকেজো লিফ্‌ট। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০১:২৫
Share: Save:

ব্রিটিশ জমানায় তৈরি রেল ডিভিশনের প্রধান কার্যালয়। তিনতলা ভবনের একমাত্র লিফ্‌টটি দীর্ঘ দিন ধরে বিকল। আধিকারিক থেকে কর্মী, সকলকেই সিঁড়ি ভাঙতে হচ্ছে। এই কার্যালয়ে আসা অবসরপ্রাপ্ত প্রবীণ ও প্রতিবন্ধীদের সমস্যা সব থেকে বেশি।

এই সমস্যা খড়্গপুরে রেলের ডিআরএম অফিসে। লিফ্‌ট মেরামতের উদ্যোগ চোখে না পড়ায় ক্ষুব্ধ কর্মীরাও। তাঁদের বক্তব্য, যাত্রী পরিষেবায় রেল কর্তৃপক্ষ স্টেশনে লিফট, এসকালেটর গড়ে তুলছেন। অথচ এই ডিভিশনের সদর কার্যালয়ে অকেজো লিফ্‌ট সারানোর দিকে কারও নজর নেই।

ব্রিটিশ আমলে তৈরি এই কার্যালয়ে গোড়ায় লিফ্‌ট ছিল না। কিন্তু পরে গুরুত্ব বুঝে লিফ্‌ট বসানো হয়। তিনতলা এই ভবনের নীচের তলায় ডিআরএম, সিনিয়ার ডিসিএম-সহ আধিকারিকদের একাংশের অফিস। দো’তলা ও তিনতলায় রয়েছে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এডিআরএম-সহ বিভিন্ন দফতরের অফিসঘর। সেখানে বহু কর্মী কাজ করেন। তাছাড়া বাইরের বহু কর্মী, অবসরপ্রাপ্তদের যাতায়াত লেগেই রয়েছে। শেষ কবে লিফ্‌টে ওঠা-নামা করেছেন, মনে করতে পারছেন না কেউই। দোতলায় কর্মরত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) অজয় কর বলেন, “বহু বছর ধরে এই লিফট খারাপ। আমরা মেনস্‌ ইউনিয়নের পক্ষ থেকে একবার লিফট মেরামতের আবেদন করেছিলাম। কাজ এগিয়েছিল। কিন্তু সুরাহা হয়নি।’’ খড়্গপুরের ডিআরএম রাজকুমার মঙ্গলার অবশ্য আশ্বাস, “আমি দ্রুত লিফ্‌ট মেরামতের ব্যবস্থা করব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

lift DRM Office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE