পুনরায় ভোটগ্রহণ হবে মেদিনীপুর বিধানসভার একটি বুথে। ওই বুথটি রয়েছে নজরগঞ্জের বিবেকানন্দ শিক্ষা নিকেতনের দু’নম্বর ঘরে। বুথের নম্বর ২৪০। বৃহস্পতিবারই রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী কমিশনার দিব্যেন্দু সরকার জানিয়ে দিয়েছেন, আগামী ১১ এপ্রিল সকাল ৭ থেকে বিকেল ৪টে পর্যন্ত ওই বুথে ফের ভোটগ্রহণ হবে। কেন মেদিনীপুরের ওই বুথে পুনরায় ভোটগ্রহনের নির্দেশ? জানা গিয়েছে, ওই বুথে যতজন এসেছে ভোট দেন, পরে দেখা যায় তার থেকেও বেশি ভোট ইভিএমে রয়েছে। জানা যায়, ভোট শুরুর আগে মকপোল হয়। মকপোলের মাধ্যমে দেখা হয়, ইভিএম ঠিক রয়েছে কি না। ওই মকপোলের সময় দেওয়া ভোট পরে বাতিল করতে হয়। এ ক্ষেত্রে তা বাতিল করা হয়নি। মকপোলের পরে ফর্ম্যাট পরিবর্তন না করেই ভোটগ্রহন শুরু হয়। ফলে, মকপোলের ভোটও ইভিএমে থেকে যায়। এ নিয়ে কমিশনের কাছে অভিযোগ আসে। জেলার নির্বাচনী কর্তারা মনে করছেন, ভোটকর্মীদের চূড়ান্ত গাফিলতির জন্যই এটা হয়েছে।