মাত্র দেড় বছর আগের ঘটনা। আড়ংকিয়ারনা এলাকায় চোলাই খেয়ে ২৫ জনের মৃত্যুর ঘটনার ক্ষত এখনও শুকোয়নি। অতগুলি প্রাণের বিনিময়ে শিক্ষা নেওয়া ময়নায় চোলাইয়ের দাপট এখন অনেকটাই কম। আর তা মাথায় রেখেই এলাকায় সরকারি অনুমোদন নিয়ে মদের দোকান খোলার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ময়নার বাসিন্দারা।
আবগারি দফতরের অনুমোদন পেয়ে মহিষাদলে রাজ্য সড়কের ধার থেকে মদের দোকান সরিয়ে এনে ময়নার প্রত্যন্ত দক্ষিণ আনুখা গ্রামে তা খোলার চেষ্টা হতেই প্রতিবাদে সরব হয়েছেন বাসিন্দারা। সরকারি অনুমোদনে মদের দোকান খোলা রুখতে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তাঁরা। মদের দোকানের বিরোধিতায় মঙ্গলবার গণসাক্ষর সংবলিত স্মারকলিপিও দিয়েছেন কয়েক’শো গ্রামবাসী।
জেলার আবগারি সুপার স্বপন হাজরা বলেন, ‘‘মহিষাদল থেকে একটি মদের দোকান ময়না ব্লকে স্থানান্তরের আবেদন এসেছিল। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। তবে মানুষ যখন আপত্তি জানিয়েছেন তখন তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।’’ জেলাশাসক রশ্মি কমল বলেন, ‘‘সরকারি অনুমতি নিয়ে মদের দোকান খোলায় স্থানীয় মানুষের আপত্তির কারণ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।’’