Advertisement
E-Paper

দুর্ঘটনায় মৃত্যু দোকানদারের

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে নন্দকুমার থানার নিকাশি বাজারের কাছে তমলুক-শ্রীরামপুর রাজ্য সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম উত্তম মাইতি (৪৪)। তাঁর বাড়ি স্থানীয় বহিচবেড়িয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক-শ্রীরামপুর রাজ্য সড়কের ধারে নিকাশি বাজারে হোমিওপ্যাথি ওষুধের দোকান রয়েছে উত্তমবাবুর। বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টা নাগাদ তিনি দোকানের কাছে নলকূপ থেকে পানীয় জল নিয়ে আসছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০১:১৩

সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে নন্দকুমার থানার নিকাশি বাজারের কাছে তমলুক-শ্রীরামপুর রাজ্য সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম উত্তম মাইতি (৪৪)। তাঁর বাড়ি স্থানীয় বহিচবেড়িয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক-শ্রীরামপুর রাজ্য সড়কের ধারে নিকাশি বাজারে হোমিওপ্যাথি ওষুধের দোকান রয়েছে উত্তমবাবুর। বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টা নাগাদ তিনি দোকানের কাছে নলকূপ থেকে পানীয় জল নিয়ে আসছিলেন। সেই এসময় শ্রীরামপুর থেকে তমলুকগামী একটি দুধের পাত্র বোঝাই পিক-আপ ভ্যান দ্রুত গতিতে এসে পিছনের দিকে থেকে উত্তমবাবুকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উত্তমবাবুর মৃত্যু হয়। দুর্ঘটনার পরে ওই গাড়ির চালক পালিয়ে যায়। স্থানীয় লোকজন ওই পিক-আপ ভ্যানটিকে আটক করে। মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়।

Tamluk Shop owner road accident Uttam Maity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy