Advertisement
E-Paper

একলব্যকে বাস উপহার শুভেন্দুর

অনুষ্ঠানে ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা, রাজ্যের পরিবহণ সচিব নারায়ণস্বরূপ নিগম, জেলাশাসক আর অর্জুন, পুলিশ সুপার রাঠৌর অমিতকুমার ভরত প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ০০:৩৩
স্বামী শুভকরানন্দের হাতে বাসের প্রতীকী চাবি তুলে দিচ্ছেন পরিবহণমন্ত্রী। নিজস্ব চিত্র

স্বামী শুভকরানন্দের হাতে বাসের প্রতীকী চাবি তুলে দিচ্ছেন পরিবহণমন্ত্রী। নিজস্ব চিত্র

রামকৃষ্ণ মিশন পরিচালিত ঝাড়গ্রাম একলব্য আদর্শ আবাসিক স্কুলের পড়ুয়াদের জন্য একটি বাস উপহার দিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার স্কুলের বিবেকানন্দ সভাঙ্গনে এক অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন ঝাড়গ্রাম শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দের হাতে আনুষ্ঠানিক ভাবে বাসের প্রতীকী চাবি তুলে দেন পরিবহণমন্ত্রী। এরপর নারকেল ফাটিয়ে, সবুজ পতাকা নেড়ে বাসটির প্রতীকী যাত্রার সূচনাও করেন তিনি। অনুষ্ঠানে ছিলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতো, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা, রাজ্যের পরিবহণ সচিব নারায়ণস্বরূপ নিগম, জেলাশাসক আর অর্জুন, পুলিশ সুপার রাঠৌর অমিতকুমার ভরত প্রমুখ।

শুভেন্দুবাবু বলেন, “শান্তনু মহারাজ (স্বামী শুভকরানন্দ) গত বছর বলেছিলেন, ‘খেলার মাঠটা দূরে। যদি পারেন একটা বাস দেবেন’। বিষয়টি আমার মনে ছিল।” তিনি জানান, রাজ্য পরিবহণ দফতর বাস কেনার জন্য ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনকে ২৫ লক্ষ টাকা দেয়। বাসটিতে দুর্ঘটনারোধী ব্যবস্থা রয়েছে। রয়েছে সিসি টিভি, জিপিএস ব্যবস্থাও। পরিবহণ দফতর থেকে বাসের চালকও দেওয়া হয়েছে।

শনিবার থেকে স্কুলে শুরু হয়েছে তিনদিনের বার্ষিক অনুষ্ঠান ও প্রদর্শনী। রবিবার আমন্ত্রিত ছিলেন পরিবহণমন্ত্রী। শুভেন্দুবাবু বলেন, ‘‘এই স্কুলকে ঘিরে শান্তনু মহারাজের অনেক পরিকল্পনা রয়েছে। আদিবাসী ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে বজায় রেখে এই স্কুল পরিচালিত হচ্ছে।’’

স্বামী শুভকরানন্দ জানান, স্কুলের পাশে মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিশনকে জমি দেওয়া হয়েছে। সেখানে মিশনের শাখা হয়েছে। সেখানে একটি ননফর্মাল স্কুল করতে চান তাঁরা। এ বিষয়ে পরিবহণমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Transport Suvendu Adhikari School Students শুভেন্দু অধিকারী
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy