বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি এবং মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষের খড়্গপুর সফরের মধ্যেই ভাঙন ধরল খড়্গপুরের গেরুয়া শিবিরে। বুধবার খড়গপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বেশ কয়েকজন নেতা-কর্মী। তাঁদের মধ্যে অন্যতম হলেন খড়্গপুর বিজেপি-র দক্ষিণ মণ্ডলের যুব মোর্চার সভাপতি অভিষেক সাহু। অভিষেক-সহ বিজেপি-র অন্যান্য কর্মী সমর্থকরাও এইদিন বিজেপিতে যোগ দেন।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘অনেকে দল ছেড়ে যাচ্ছে আবার অনেকে আসছে। এই প্রক্রিয়া চলতেই থাকবে। এখন নির্বাচন আছে তাই টিকিট পাওয়ার সম্ভাবনা দেখে সবাই তৃণমূলে যোগ দিচ্ছে।’’ তবে আগে যারা গিয়েছিল তারা আবার দলে ফিরে আসছে বলেও দিলীপের দাবি।