Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ফলপ্রকাশে স্থগিতাদেশ পাঁশকুড়া পুরসভায়

পাঁশকুড়া পুরসভায় কর্মী নিয়োগের জন্য আবেদন জানিয়েও লিখিত পরীক্ষায় ডাক পাননি অনেককে। অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ০১:১৯
Share: Save:

পাঁশকুড়া পুরসভায় কর্মী নিয়োগের জন্য আবেদন জানিয়েও লিখিত পরীক্ষায় ডাক পাননি অনেককে। অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন। ওই আবেদনকারীদের পরীক্ষায় বসার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

পুরসভায় পিওন, ক্লার্ক প্রভৃতি মিলিয়ে ১১ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল পাঁশকুড়া পুরসভা। নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী বাছাই করতে আগামী ২৬ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার দিন ধার্য করেছিল পুরসভা কর্তৃপক্ষ। কিন্তু ওই লিখিত পরীক্ষায় কয়েকজন আবেদনকারী লিখিত পরীক্ষায় বসার ডাক পাননি বলে অভিযোগ। আবেদনকারীদের একাংশ ওই নিয়োগ পরীক্ষায় বসার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন।

শুক্রবার হাইকোর্টে ওই মামলার শুনানির পর বিচারপতি হরিশ ট্যান্ডন পাঁশকুড়া পুরসভা নির্দেশ দেন, ওই পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় বসতে দিতে হবে। শুধু তাই নয়, হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ মার্চ ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান জাকিউর রহমান খান বলেন, ‘‘হাইকোর্টের ওই নির্দেশের বিষয়টি শুনেছি। যে সব আবেদনকারী আদালতে মামলা করেছেন তাঁদের মধ্যে দু’জনকে পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে। আর বাকি তিনজনের মধ্যে দু’জন আবেদনকারী ডিমান্ড ড্রাফট জমা না দেওয়ায় তাদের আবেদন বাতিল হয়। আদালতের নির্দেশ মেনে ওই তিনজনের পরীক্ষায় বসার জন্য ব্যবস্থা করা হবে।’’

পুরসভায় কর্মী নিয়োগের জন্য আজ, রবিবার পাঁশকুড়ার প্রতাপপুর হাইস্কুলে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পুরপ্রধান জানান, বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদনকারীদের মধ্যে স্ক্রুটিনির পর ৫৫৫ জন আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Panskura Municipality Staffs recruitment Stay Order
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE