Advertisement
E-Paper

প্রতারক, বিরোধীদের বিঁধলেন শুভেন্দু

কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করেছে আর বিশ্বাসঘাতকতা করেছে সিপিএম— মালদহ, মুর্শিদাবাদের সাম্প্রতিক উপ নির্বাচনের ফল প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় মহিষাদলে তৃণমূলের উন্নয়নী সভায় তমলুকের সাংসদ দলের সাফল্যের খতিয়ান তুলে ধরেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০০:২১
মহিষাদলে তৃণমূলের সভায় সাংসদ শুভেন্দু অধিকারী। -নিজস্ব চিত্র।

মহিষাদলে তৃণমূলের সভায় সাংসদ শুভেন্দু অধিকারী। -নিজস্ব চিত্র।

কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করেছে আর বিশ্বাসঘাতকতা করেছে সিপিএম— মালদহ, মুর্শিদাবাদের সাম্প্রতিক উপ নির্বাচনের ফল প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় মহিষাদলে তৃণমূলের উন্নয়নী সভায় তমলুকের সাংসদ দলের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। দক্ষিণ চাপি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লখ্যা-২ অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন, দুই বিধায়ক সুকুমার দে, ফিরোজা বিবি, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিলক চক্রবর্তী প্রমুখ। শুভেন্দুবাবু বলেন, ‘‘মালদহ, মুর্শিদাবাদের মানুষ উন্নয়ন চান। তাঁরা বুঝেছেন একমাত্র মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরেই রাজ্যে উন্নয়ন হবে। সে জন্য ওই এলাকার মানুষে আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু কংগ্রেস ওই এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সিপিএম বিশ্বাসঘাতকতা করেছে।’’ তাঁর দাবি সিপিএম আমলে আইন বলে কিছু ছিল না। এখন আইন বিরুদ্ধ কাজ করলে শাসকদলের লোকের বিরুদ্ধে এফআইআর হয়। তাঁর কথায় ডায়মন্ডহারবারের বিধায়কের কলেজে গণ্ডগোলের ঘটনায় নাম জড়িয়েছিল। তাকেও একদিন জেল খাটতে হয়েছে। তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি।
এ দিনের সভা থেকে সাংসদ ঘোষণা করেন মহিষাদল পঞ্চায়েত সমিতির একটি আসনে নির্বাচন হয়েছে। ওই আসন এলাকার চারটি বুথে উন্নয়নের জন্য সাংসদ উন্নয়ন তহবিল থেকে তিনি ২০লক্ষ টাকা খরচ করবেন। এ জন্য প্রকল্প জমা দেওয়ার কথাও বলেছেন। চাপি প্রাথমিক বিদ্যালয়ের জন্য হলদিয়া উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ১০লক্ষ টাকা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন। এ দিনই সন্ধ্যায় নন্দীগ্রাম ২ ব্লকের আশদতলা ও শিবরামপুর বাজারে পথবাতির উদ্বোধন করেন সাংসদ। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের আর্থিক সহায়তায় ওই দু’টি জায়গায় পথবাতির ব্যবস্থা করা হয়েছে।

Subhendu adhikari Congress CPM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy