Advertisement
১৮ মে ২০২৪

কৃষকসভার জেলা সম্মেলনে সূর্যকান্ত

এ বার সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভার পশ্চিম মেদিনীপুর জেলার সম্মেলন হবে দাসপুর-১ ব্লকের গৌরায়। দলীয় সূত্রে খবর, দু’দিনের এই জেলা সম্মেলন শুরু হবে আগামী ১০ জানুয়ারি।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ২৩:৫৭
Share: Save:

এ বার সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভার পশ্চিম মেদিনীপুর জেলার সম্মেলন হবে দাসপুর-১ ব্লকের গৌরায়। দলীয় সূত্রে খবর, দু’দিনের এই জেলা সম্মেলন শুরু হবে আগামী ১০ জানুয়ারি। ওই দিন দুপুরে প্রকাশ্য সমাবেশ হবে। প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। জেলা সম্মেলন সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে সংগঠনের অন্দরে।

এখন কৃষকসভার ব্লক সম্মেলন চলছে। বুধবার মেদিনীপুর সদর ব্লকের সম্মেলন হয়। ছিলেন সিপিএম নেতা তাপস সিংহ। ইতিমধ্যে বেশির ভাগ ব্লক সম্মেলন শেষ হয়েছে। কেন দাসপুর- ১ এর গৌরায় জেলা সম্মেলনের সিদ্ধান্ত? সিপিএমের এক জেলা নেতার দাবি, “সমস্ত দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার যে সব এলাকার পরিস্থিতি তুলনায় অনুকূল তারমধ্যে দাসপুর- ১ অন্যতম।”

ব্লক সম্মেলন শুরুর আগে গত নভেম্বরে জেলা জুড়ে কৃষক জাঠা করেছে কৃষকসভা। কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক বিরোধীনীতি পরিবর্তনের দাবিতে ওই সময় দেশজুড়ে জাঠা করার সিদ্ধান্ত নেয় কৃষকসভা। কেন্দ্রীয় এই জাঠার অনুসারি হিসেবে জেলায় কৃষক জাঠা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনে বিভিন্ন দাবি সামনে আসছে। কৃষকসভার এক নেতার কথায়, “কৃষিতে গভীর সঙ্কট আসছে। ফসল উৎপাদনের খরচ বেড়ে চলেছে। তবে ফসলের দাম লাভজনক থাকছে না। লাভ তো দূরের কথা, চাষিদের উৎপাদন খরচটুকুও পাওয়া যাচ্ছে না।” তাঁর কথায়, “চাষিরা সমস্যার মধ্যে রয়েছেন। অথচ এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকার নির্বিকার। কৃষকসভার প্রতিবাদ এখানেই। আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

All india kisan sabha Surjya Kanta Mishra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE