Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Suvendu Adhikari

পুজো উদ্বোধনে মণ্ডপে শুভেন্দু, চলছে প্রস্তুতি

চারটি বারোয়ারি পুজোর উদ্যোক্তারাই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। উদ্বোধনস্থলে শুভেন্দুর বড়বড় ছবি রাখার পরিকল্পনা রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ০০:৩৯
Share: Save:

মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ এ বার নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। তবে ইতিমধ্যেই ভার্চুয়াল পশ্চিম মেদিনীপুরের ৯টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠীর দিন মেদিনীপুর শহরে বার্জটাউন সর্বজনীনের ভার্চুয়াল উদ্বোধন করার কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে বুধবার, পঞ্চমীতে জেলায় ৪টি বারোয়ারি পুজোর উদ্বোধন করার কথা শুভেন্দু অধিকারীর। অনলাইনে নয়, তিনি পুজো মণ্ডপে সশরীরে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

হাইকোর্টের রায়ের পরে পরিস্থিতি কী দাঁড়াবে স্পষ্ট নয়। তবে শুভেন্দু মণ্ডপে আসবেন ধরে নিয়েই প্রস্তুতি সারছেন ওই পুজোর উদ্যোক্তারা। গোয়ালতোড়ে শুভেন্দুকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছেন দুলাল মণ্ডলরা। দাঁতনে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছেন রমাপ্রসাদ গিরিরা। জানা যাচ্ছে, বুধবার পঞ্চমীর দিন শুভেন্দু সকাল থেকে বিকেল পর্যন্ত জেলায় থাকতে পারেন। দাঁতনে দুটি ও খড়্গপুরে একটি সর্বজনীন পুজোর সূচনা করবেন তিনি। এ ছাড়া গোয়ালতোড়ের গাঙদুয়ারিতে একটি আশ্রমের ৭৮ বছরের পুরনো পুজোরও উদ্বোধন করার কথা শুভেন্দুর। চারটি বারোয়ারি পুজোর উদ্যোক্তারাই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। উদ্বোধনস্থলে শুভেন্দুর বড়বড় ছবি রাখার পরিকল্পনা রয়েছে। শুভেন্দু অনুগামী বলে পরিচিত মেদিনীপুরের তৃণমূল নেতা স্নেহাশিস ভৌমিক বলেন, ‘‘পঞ্চমীর দিন দাদা জেলায় আসবেন। একাধিক পুজোর উদ্বোধন করবেন।’’

গোয়ালতোড়ের গাঙদুয়ারি আশ্রমের পুজোর কর্মকর্তা দুলাল মণ্ডল বলেন, "দাদা (শুভেন্দু) পঞ্চমীর দুপুরে আসবেন। আশ্রম ঢোকার রাস্তায় দাদার ছবি দিয়ে তোরণ করা হচ্ছে, পুজো মণ্ডপের প্রস্তুতিও দ্রুত চলছে।" দাঁতনের এক সর্বজনীন পুজোর কর্মকর্তা রুদ্রাংশু বেরা বলেন, "শুভেন্দুদা পুজোর উদ্বোধন করতে আসবেন। তাই প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে।’’

রবিবারই নেতাইয়ের মঞ্চ থেকে শুভেন্দু ইঙ্গিত দিয়েছিলেন সবার কল্যাণের জন্য পঞ্চমীতে পশ্চিম মেদিনীপুর জেলায় এসে মায়ের কাছে প্রার্থনা করবেন। নেতাইয়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘পঞ্চমীর দিন গোয়ালতোড়ে একটি দুর্গাপুজোয় আসব। পশ্চিম মেদিনীপুরের অনেকগুলি পুজো মণ্ডপে যাব। প্রদীপ প্রজ্জ্বলন করে মাকে দর্শন করার জন্য।’’সোমবার জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি অবশ্য বলেন, ‘‘উনি (শুভেন্দু) পুজোর উদ্বোধন করতেই পারেন, তবে আমার কাছে কোনও খবর নেই।’’ দলীয় সূত্রে জানা গিয়েছে, কোন কোন পুজোতে শুভেন্দু আসবেন, সেই পুজোর কর্মকর্তা কারা, পুজো উদ্বোধনে কাদের আমন্ত্রণ জানানো হচ্ছে— এ সব জানতে খোঁজ নেওয়া শুরু হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE