সপ্তাহখানেক আগে কাঁথি পুরসভায় ‘থাবা’ বসিয়েছিলেন। এক ধাক্কায় বিদায়ী পুরবোর্ডের ১৫ জন কাউন্সিলরকে বিজেপি’তে টেনে নিয়েছিলেন। বৃহস্পতিবার তমলুকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যোগদান কর্মসূচি ঘিরে তাই নানা জল্পনা চলছিল। তমলুক পুরবোর্ডে থাকা তৃণমূলের কতজন বিদায়ী কাউন্সির দলবদল করতে পারেন, সে দিকে নজরে ছিল রাজনৈতিক মহলের।
এ দিন অবশ্য তৃণমূলের কাউন্সিলরদের তেমন কাউকে দলবদল করতে দেখা যায়নি। উল্টে শুভেন্দু সভামঞ্চে দাঁড়িয়ে দু’একজন বাদে বাকি কাউন্সিলরদের দলে না নেওয়ার বার্তা দিলেন। যা ঘিরে তমলুক শহরের রাজনৈতিক মহলে বেশ আলোড়ন পড়েছে।
বৃহস্পতিবার বিকালে তমলুকের হাসপাতাল মোড়ে বিজেপির তমলুক নগর মণ্ডলের আয়োজনে যোগদান ও জনসভায় হাজির হয়েছিলেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, ‘‘এই পুরসভা গত নির্বাচনে হেরে চলে যেত সব। আমি শেষ মুহূর্তে নেমে রক্ষা করে দিয়েছি অনেককে। স্বীকার করতে পারেন, নাও পারেন। আমি নবারুণবাবু (বিজেপির তমলুক জেলা সভাপতি), সুকান্তবাবুদের (বিজেপির তমলুক নগর মণ্ডল সভাপতি) বলব, এই বিদায়ী কাউন্সিলরদের, একটা-দুটো বাদে, বাকিগুলোকে বিজেপিতে নেবেন না।’’