Advertisement
১৮ মে ২০২৪

থমথমে স্কুলে ছাত্রীরা নেই

স্কুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। বুধবার প্রায় সাত ঘণ্টা ঘেরাও করে রাখা হয়েছিল শিক্ষিকাদের।

সুনসান: বৃহস্পতিবার দুপুরে ফাঁকা স্কুল চত্বর। নিজস্ব চিত্র

সুনসান: বৃহস্পতিবার দুপুরে ফাঁকা স্কুল চত্বর। নিজস্ব চিত্র

শান্তনু বেরা
কাঁথি শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ০২:৩৩
Share: Save:

স্কুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। বুধবার প্রায় সাত ঘণ্টা ঘেরাও করে রাখা হয়েছিল শিক্ষিকাদের। বৃহস্পতিবার সকালেও বসন্তিয়া বালিকা বিদ্যালয়ের পরিবেশ থমথমে। ছাত্রীর সংখ্যা বেশ কম। শিক্ষিকারাও বসে আছেন নিজেদের ঘরে। বাইরে থেকে কাউকে ঢুকতে দেখলেই আতঙ্কের ছায়া পড়ছে চোখেমুখে।

স্কুলে ঢোকার মুখেই লন্ডভন্ড হয়ে রয়েছে ক্যান্টিন। এই ক্যান্টিনটিই চালান রবীন নায়েক। অভিযোগ, তাঁর স্ত্রী গৌরী নায়ক এই স্কুলের মেট্রন। কিন্তু তিনি কোনও দিন স্কুলে আসেন না। অথচ, রবীন স্কুলে ব্যবসা চালানোর পাশাপাশি কেরানির কাজও সেরে দেন। অভিভাবকদের দাবি, রবীনকে দিয়ে ফাঁক তালে ক্লাসও নেওয়ান শিক্ষিকারা। নিজেরা স্কুলে বসে লুডো খেলেন।

এ দিন স্কুলের সামনেই একটি রাসমঞ্চের উপর বসেছিলেন স্থানীয় অনিল দাস। তাঁর প্রশ্ন, ‘‘রবীন স্কুলের কেউ নয়, অথচ একটি বালিকা বিদ্যালয়ে সে মৌরসীপাট্টা জমিয়ে বসেছে। কেউ প্রতিবাদ করেন না। শিক্ষিকারাও তাঁকে কাজে লাগাচ্ছেন। কেন?’’ অভিজিৎ দাস নামে আর এক বাসিন্দার অভিযোগ, ‘‘স্কুলের ঘরের মধ্যেই মাঝেমধ্যেই মিড-ডে মিলে মুড়ি ধরিয়ে দেওয়া হয় পড়ুয়াদের হাতে। কিন্তু কেন, তা কেউ জানে না।’’

বুধবার রবীনের ক্যান্টিনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধরা। শিক্ষিকাদের অভিযোগ, স্কুলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বাইরে থেকে। এমনকী অন্তঃসত্ত্বা শিক্ষিকা শম্পা ভৌমিককেও রেহাই দেওয়া হয়নি।

প্রধান শিক্ষিকা অনুপমা দুয়ারি সব অভিযোগ উড়িয়ে বলেন, ‘‘কোনও কারণে রান্নার কাজে নিযুক্ত স্বনির্ভর দলের মহিলারা না এলে মুড়ি দেওয়া হয়। এই যেমন নীল ষষ্ঠীর দিন মু়ড়ি দিতে বাধ্য হয়েছিলাম।’’ রবীন প্রসঙ্গে প্রধান শিক্ষিকার দাবি, ‘‘উনি স্কুলকে সাহায্য করেন। এ বিষয়ে আমরা বিডিও-র সঙ্গে আলোচনাও করে নিয়েছি।’’ কিন্তু গৌরীদেবী কেন স্কুলে আসেন না? সে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন অনুপমাদেবী।

বিডিও মনোজ মল্লিক বলেন, “দু’পক্ষের অভিযোগ শুনেছি। শনিবার বৈঠক করে সমাধান সূত্র বের করার চেষ্টা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

students School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE