কাল খেজুরি তো আজ কাঁথি! তৃণমূল সাংসদ সৌগত রায়ের শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্যের রাতেই ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষের অভিযোগ উঠল জেলায়।
মঙ্গলবারই বিধায়ক তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। এর পরে রাতেই উত্তপ্ত হয়ে উঠে কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলি এবং পার্শ্ববর্তী ভগবানপুর-২ ব্লকের অর্জুননগরের ভসলাগেড়িয়া। মঙ্গলবার রাতে ওই এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি, দোকান এবং বেশ কয়েকটি মোটরবাইক ভেঙে দেওয়া হয় অভিযোগ। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি নেতৃত্ব। অভিযোগ, সারারাত ধরে বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। কাঁথি-৩ ব্লক লাগোয়া ভসলাগেড়িয়া গ্রামেও ওই কাণ্ড ঘটেছে।
এ বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূলের ব্লক সভাপতি এবং তাঁর অনুগামীরা মিলে গোটা এলাকায় সন্ত্রাস রাজ করতে চাইছেন। ওঁরাই রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে হামলা চালিয়েছেন। দলীয় কর্মীদের বাড়ি থেকে প্রচুর জিনিসপত্র লুট করেছেন। আমাদের কয়েকটি কর্মীর পরিবার আতঙ্কে এলাকাছাড়া।’’ তবে এই ঘটনায় মারিশদা থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর।