নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এর পরেও শাসকদল তৃণমূলের তরফে উন্নয়মূলক প্রকল্পের সূচনা হল সোমবার। এ নিয়ে আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করল বিরোধীরা।
স্থানীয় সূত্রের খবর, হলদিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ডিঘাসিপুরে একগুচ্ছ কংক্রিট রাস্তা এবং পুকুরে টালি পাইলিংয়ের কাজের সূচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এ দিন। অনুষ্ঠানে হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক এবং পুর পারিষদ আসগর আলির থাকার কথা ছিল। এ দিন তাঁরা কেউ আসেননি। তবে তাতে কাজের সূচনা আটকে থাকেনি। শাসক দলের স্থানীয় নেতৃত্বরাই রাস্তা ও পুকুর পাইলিংয়ের কাজের সূচনা করেন বলে স্থানীয় সূত্রের খবর।
উল্লেখ্য, ৪১ নম্বর জাতীয় সড়ক ও পুরসভার রাস্তার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী ওই রাস্তাগুলি কংক্রিটের করার দাবি ছিল অনেকদিন ধরে। তাই ওই ওয়ার্ডে একগুচ্ছ কাজের পরিকল্পনা নিয়েছিল হলদিয়া পুরসভা। পরিকল্পনামাফিক কাজের সূচনার জন্য ছাপানো হয়েছিল ব্যানার। এ দিকে ওই ঘটনা সামনে আসার পর তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি’র জেলা সভাপতি (তমলুক) প্রদীপকুমার দাস বলেন, ‘‘বিধি ভাঙা এ রাজ্যের সংস্কৃতি। শাসক দল যেটা মনে করে, সেটাই সঠিক। তবুও নির্বাচনের কমিশনের নিয়ম মেনেই কমিশনে অভিযোগ জানাব।’’
একই অভিযোগ সিপিএমেরও। স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ‘‘নির্বাচন ঘোষণার পরেও কী ভাবে এলাকা উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্পের কাজের সূচনা করা হল, তার কারণ জানতে চাইব নির্বাচন কমিশনে। বিধি ভঙ্গের জন্য প্রয়োজনীয় শাস্তির দাবি জানাব।’’
বিরোধীরা সোচ্চার হলেও উলটো সুর শাসকের গলায়। এ ব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর পারিষদ আসগর আলি বলেন, ‘‘দলের কোনও জন প্রতিনিধি হাজির ছিলেন না। ব্যানার দিলেই বিধি ভঙ্গ হয় না।’’ অন্যদিকে, ঘটনাটি তাঁর অজানা বলেই দাবি করেছেন হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সুধাংশু মণ্ডল।