জেলায় সামনে বড় কোনও নির্বাচন নেই। তবে কয়েকটি এলাকায় বিজেপি ফের প্রভাব বাড়াতে শুরু করেছে। মেদিনীপুর-খড়্গপুরের মতো শহরে একের পর এক কর্মসূচি করছে গেরুয়া-শিবির। পরিস্থিতি দেখে সব ব্লকের কর্মীদের নিয়ে মেদিনীপুরে ফের কর্মিসভা করতে চলেছে তৃণমূল। দলের এক সূত্রে খবর, নভেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে মেদিনীপুরে কর্মিসভা হবে। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “মেদিনীপুরে দলের কর্মিসভা হবে। রাজ্য নেতৃত্ব থাকবেন। সব ব্লকের কর্মীরা থাকবেন। শীঘ্রই দিনক্ষণ চূড়ান্ত হবে।”
চলতি সপ্তাহেই পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার ঝাড়গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে জামবনিতে প্রশাসনিক সভা হবে। শনিবার কালীঘাটে দলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকে মমতা বুঝিয়ে দিয়েছেন, গেরুয়া শক্তিকে মোকাবিলা করতেই হবে। মোদী সরকারের সাম্প্রতিক একাধিক পদক্ষেপ ও নীতির বিরুদ্ধে সরব হতে হবে। বিজেপি যাতে কোথাও অশান্তি- ছড়াতে না-পারে, সেই দিকে নজর রাখতে হবে। সেই মতো প্রস্তুত হচ্ছে জেলা তৃণমূল।
তাছাড়া, জেলার বেশ কয়েকটি এলাকায় তৃণমূলের চরম গোষ্ঠীকোন্দল রয়েছে। দলের এক সূত্রে খবর, মেদিনীপুরের ওই কর্মিসভা থেকে কোন্দল এড়ানোরও বার্তা দেবেন নেতৃত্ব। জানিয়ে দেবেন, দলের মধ্যে কোনও রকম বিশৃঙ্খলা চলবে না। পাশাপাশি, ব্লকে ব্লকে পথসভা করারও নির্দেশ দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্ম আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরার নির্দেশ দেওয়া হবে।