Advertisement
০১ অক্টোবর ২০২৩

‘স্বচ্ছ’ প্রধানের খোঁজ তৃণমূলে

জেলার ২১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপাতত ১০২টিতে বোর্ড গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এই ১০২টিতে বোর্ড গঠনের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই। বাকি ১০৯টিতে পরে বোর্ড গঠন হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০১:৪৫
Share: Save:

পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রধান বাছাইও শুরু করল তৃণমূল। শুক্রবার মেদিনীপুরে দলের জেলার এক বৈঠকে প্রধান বাছাই নিয়ে প্রাথমিক আলোচনা হয়। ব্লক নেতৃত্বকে জানানো হয়েছে, স্বচ্ছ ভাবমূর্তির লোকেদেরই প্রধান করতে হবে। এলাকার মানুষের কাছে যাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। প্রয়োজনে নির্বাচিত সদস্যদের নিয়ে আলোচনা করতে হবে। দলের এক সূত্রে খবর, ২৩ অগস্ট থেকে প্রধান নির্বাচন শুরু হবে।

তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি মানছেন, “এলাকায় যাঁর গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁকেই প্রধান করা হবে।” দলের এক সূত্রে খবর, অনেক বিদায়ী প্রধান এ বার ফের প্রধান নাও হতে পারেন। তাঁদের সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে। তৃণমূলের মতো ডানপন্থী দলে সাধারণত বিদায়ী প্রধানরাই ফের প্রধান হওয়ার দৌড়ে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা সেই দৌড়ে অন্যদের পিছনেও ফেলেন। অতীতে তাই দেখা গিয়েছে। এ নিয়ে রাজ্য নেতৃত্বের নির্দেশও থাকে।

জেলার ২১১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপাতত ১০২টিতে বোর্ড গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এই ১০২টিতে বোর্ড গঠনের ক্ষেত্রে কোনও আইনি জটিলতা নেই। বাকি ১০৯টিতে পরে বোর্ড গঠন হবে।

জেলা প্রশাসনের এক সূত্রে খবর, ১৬ থেকে ২৯ অগস্টের মধ্যে গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের নির্দেশ রয়েছে। সেই মতোই প্রস্তুতি সারা হচ্ছে। ৩১ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের নির্দেশ রয়েছে। জেলায় ২১টি পঞ্চায়েত সমিতি।

এরমধ্যে আইনি জটিলতা না থাকায় আপাতত ৯টিতে বোর্ড গঠন হবে। অন্য দিকে, ১০ থেকে ১৩ অগস্টের মধ্যে জেলা পরিষদে বোর্ড গঠনের নির্দেশ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE