Advertisement
০৮ মে ২০২৪

কেরোসিন কম দেওয়ার অভিযোগ, দোকানে ভাঙচুর

কেরোসিন কম দেওয়ার অভিযোগ তুলে এক রেশন ডিলারকে দোকানের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার ঈশ্বরপুর গ্রামপঞ্চায়েত এলাকার বামনআড়া গ্রামের ঘটনা। ক্ষুদ্ধ গ্রামবাসী ওই কেরোসিন ডিলারের দোকানে ভাঙচুর চালায় ও কেরোসিন তেলের ড্রাম পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। পরে কেরোসিন ডিলার গ্রামবাসীর কাছে সরকারিভাবে মাথা পিছু বরাদ্দ তেল দেওয়ার প্রতিশ্রুতি দিলে ছাড়া পায়।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৪ মে ২০১৫ ০০:০৩
Share: Save:

কেরোসিন কম দেওয়ার অভিযোগ তুলে এক রেশন ডিলারকে দোকানের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার ঈশ্বরপুর গ্রামপঞ্চায়েত এলাকার বামনআড়া গ্রামের ঘটনা। ক্ষুদ্ধ গ্রামবাসী ওই কেরোসিন ডিলারের দোকানে ভাঙচুর চালায় ও কেরোসিন তেলের ড্রাম পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। পরে কেরোসিন ডিলার গ্রামবাসীর কাছে সরকারিভাবে মাথা পিছু বরাদ্দ তেল দেওয়ার প্রতিশ্রুতি দিলে ছাড়া পায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুরের বামনআড়া গ্রামের বাজারে কেরোসিন তেলের সরকার অনুমোদিত দোকান রয়েছে নাড়ুগোপাল খাটুয়ার। বামনআড়া, ঈশ্বরপুর, জুনপড়িয়া, কসবা প্রভৃতি গ্রামের বাসিন্দাদের কেরোসিন বণ্টনের জন্য রেশন ডিলার হিসেবে ওই দোকান থেকে কেরোসিন দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সরকারভাবে নির্ধারিত মাথাপিছু যে পরিমাণ কেরোসিন বরাদ্দ করা হয়েছে তার চেয়ে কম করে দিচ্ছিলেন ওই ডিলার । রবিবার সকালে এ নিয়ে গ্রামবাসীদের সঙ্গে ওই রেশন ডিলারের বচসা বাধে।

এরপর সকাল সাড়ে ৯ টা নাগাদ সেখানে জড়ো হওয়া ক্ষুদ্ধ বাসিন্দারা ওই দোকানে ভাঙচুর চালিয়ে ওই রেশন ডিলারকে দোকানঘরের মধ্যে তালা মেরে আটকে রাখেন। উত্তেজিত বাসিন্দারা ওই রেশন ডিলারের কেরোসিনের ড্রাম উল্টে কাছেই পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ। প্রায় দু’ঘণ্টা ধরে আটকে থাকার ওই রেশন ডিলার গ্রামবাসীদের কাছে নির্ধারিত পরিমাণে কেরোসিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরে ওই রেশন ডিলার ছাড়া পান। ওই রেশন ডিলার অবশ্য তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE