Advertisement
E-Paper

একই সপ্তাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, নিরাপত্তায় হিমশিম

জেলা পুলিশের এক সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রায় চার হাজার পুলিশ মোতায়েন করতে হয়েছে। রাষ্ট্রপতির সফর ঘিরে প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করতে হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ০১:৩০

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে গত সোমবার মেদিনীপুরে পা রেখেছিলেন। আইআইটি-র সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার জেলায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ, শুক্রবার আইআইটি-তে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও। ফলে, নিরাপত্তার ব্যবস্থা করতে হিমশিম খেয়েছে জেলা পুলিশ। বাইরের জেলা থেকে পশ্চিম মেদিনীপুরে আনতে হয়েছে পুলিশ অফিসার ও কর্মীদের।

দেশে দু’জনই ভিভিআইপি-র মর্যাদা পান। এক জন রাষ্ট্রপতি, অন্য জন প্রধানমন্ত্রী। পুলিশের এক সূত্রে জানাচ্ছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বাদে রাজ্যপাল কিংবা মুখ্যমন্ত্রীকে ভিআইপি-র মর্যাদা দেওয়া হয়। ভিআইপি-দের ক্ষেত্রেই কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখতে হয়। ভিভিআইপি- র ক্ষেত্রে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখতে হয়। প্রধানমন্ত্রীর সফরে পুলিশি নিরাপত্তায় ফাঁক ছিল বলে অভিযোগ তোলে বিজেপি। তাই এ বার আরও সতর্ক পুলিশ।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সফর ঘিরে ঠিক কত পুলিশ মোতায়েন করতে হয়েছে? জেলা পুলিশের এক সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রায় চার হাজার পুলিশ মোতায়েন করতে হয়েছে। রাষ্ট্রপতির সফর ঘিরে প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন করতে হয়েছে। ভিভিআইপি-র সফরের আগে একাধিক ‘অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজঁ’ (এএসএল) বৈঠক হয়। রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তায় এতটুকুও ফাঁক রাখতে চায়নি পুলিশ। বৃহস্পতিবার থেকেই খড়্গপুরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আইআইটি- র সামনেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুতি দেখতে খড়্গপুরে গিয়েছেন জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া।

জেলা পুলিশের এক কর্তা বলেন, “সমস্ত দিক খতিয়ে হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। নিরাপত্তার সমস্ত ব্যবস্থাই করা হয়েছে।” জেলা পুলিশের এক কর্তা মানছেন, “জেলায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর সফর। এর আগে কখনও এমনটা হয়নি। সফর নির্বিঘ্ন করতে ঘনঘন বৈঠক করতে হয়েছে। প্রয়োজনীয় সব প্রস্তুতি সারতে হয়েছে।”

President Security Arrangement Ram Nath Kovind IIT Kharagpur Prime Minister
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy