Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভোটের অজুহাতে কাজ বন্ধ, নোটিস দিলেন জেলাশাসক

তমলুক লোকসভা উপ-নির্বাচনের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। আর তারপর থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় রাজ্য সরকারের কিছু দফতরের আধিকারিক ও কর্মীরা নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে দফতরের কাজ করছেন না বলে অভিযোগ উঠেছে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০০:৪২
Share: Save:

তমলুক লোকসভা উপ-নির্বাচনের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। আর তারপর থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় রাজ্য সরকারের কিছু দফতরের আধিকারিক ও কর্মীরা নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে দফতরের কাজ করছেন না বলে অভিযোগ উঠেছে। ফলে বিভিন্ন দফতরে গিয়ে সাধারণ মানুষ অসুবিধার মুখে পড়ছে বলে অভিযোগ।

এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে অভিযোগ আসার পরেই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নোটিস দিয়ে জেলার সব দফতরে স্বাভাবিক কাজকর্ম চালু রাখার জন্য কর্মী-আধিকারিকদের সতর্ক করেছেন। জেলাশাসকের নোটিস দেওয়ার জেরে প্রশাসনিক মহলে আলোড়ন পড়েছে।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল বলেন, ‘‘নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে কিছু দফতরের নিয়মিত কাজ হচ্ছে না বলে আমাদের নজরে এসেছিল। নির্বাচনী কাজের জন্য যাতে দফতরের স্বাভাবিক কাজ ব্যহত না সে জন্য সংশ্লিষ্ট সব দফতরকে বলা হয়েছে।’’

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১৭ অক্টোবর নির্বাচন কমিশন তমলুক লোকসভার উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার পরেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই নির্বাচনী আদর্শ আচরণ বিধি কার্যকরী হয়। কিন্তু নির্বাচনী কাজে ব্যস্ত থাকার অজুহাতে কিছু দফতরে তাঁদের কাজ করা হচ্ছে না বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ আসে।

এরপরই জেলাশাসক বৃহস্পতিবার লিখিত নোটিস দিয়ে জানিয়ে দেন, নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভঙ্গ না করে সরকারি সব দফতরে স্বাভাবিক কাজ চালু রাখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

by-election DM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE