Advertisement
E-Paper

একই দিনে যুযুধানের মনোনয়ন পূর্বে

মনোনয়ন পত্র জমা দিলেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। আগামী ৫ মে জেলায় ভোটগ্রহণ। মনোনয়ন পেশের শেষ দিন আগামী সোমবার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ০১:২২
মিছিল করে তমলুকে মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন জোট প্রার্থীরা।

মিছিল করে তমলুকে মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন জোট প্রার্থীরা।

মনোনয়ন পত্র জমা দিলেন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা। আগামী ৫ মে জেলায় ভোটগ্রহণ। মনোনয়ন পেশের শেষ দিন আগামী সোমবার। যদিও শুক্রবারই অধিকাংশ প্রার্থী মনোনয়ন জমা দেন।

এ দিন একসঙ্গে মিছিল করে তমলুকে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে আসেন জোট প্রার্থীরা। যদিও তৃণমূল প্রার্থীদের অধিকাংশই আলাদা ভাবে মনোনয়ন জমা দিতে আসেন। সকাল সাড়ে ১০টা নাগাদ তমলুকের মানিকতলায় সিপিএমের জোনাল কার্যালয়ের সামনে মহকুমার বিভিন্ন বিধানসভা এলাকার বামফ্রন্ট ও কংগ্রেসের দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল শুরু হয়। মিছিলে ছিলেন তমলুক বিধানসভার সিপিআই প্রার্থী অশোক দিণ্ডা, পূর্ব পাঁশকুড়ার সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি, চণ্ডীপুরের সিপিএম প্রার্থী মঙ্গলেন্দু প্রধান, ময়না কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিক প্রমুখ। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রশান্ত প্রধান, আরএসপি-র জেলা সম্পাদক অমৃত মাইতি, ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোপাল মাইতি, কংগ্রেসের জেলা সম্পাদক শিবাজী গঙ্গোপাধ্যায়, মৃণাল পাল, তমলুক মহকুমা কংগ্রেস সভাপতি মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে প্রায় দু’কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিল জেলা প্রশাসনিক ভবনে আসে।

সকাল সাড়ে ১০টা নাগাদ তমলুক শহরের হাসপাতাল মোড় থেকে ময়না বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সংগ্রাম দোলই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিতে যান। এর প্রায় আধ ঘণ্টা পরে দলীয় কর্মীদের নিয়ে জেলা প্রশাসনিক ভবনে আসেন চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী অমিয়কান্তি ভট্টাচার্য। এরপরে আলাদাভাবে কিছু দলীয় কর্মীদের নিয়ে জেলা প্রশাসনিক আসেন পূর্ব পাঁশকুড়ার তৃণমূল প্রার্থী বিপ্লব রায়চৌধুরী, নন্দকুমার কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুকুমার দে ও পশ্চিম পাঁশকুড়া কেন্দ্রের ফিরোজা বিবি। শাসকদলের প্রার্থীরা আলাদা ভাবে মনোনয়ন দিতে আসায় অবাক হন অনেকেই।

হলদিয়ায় একসঙ্গে দুই তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী ও সুদর্শনঘোষ দস্তিদার। ছবি: পার্থপ্রতিম দাস, আরিফ ইকবাল খান।

এগরা মহকুমার বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা সম্মিলিতভাবে সিপিএমের এগরা জোনাল কমিটির কার্যালয় থেকে মিছিল শুরু করে মনোনয়ন জমা দিতে যান। যদিও তৃণমূল প্রার্থীরা আলাদা ভাবেই মনোনয়ন দিতে আসেন। এ নিয়ে তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অর্ধেন্দু মাইতি বলেন, “আমরা জোটবদ্ধই রয়েছি। আমাদের প্রত্যেকের পৃথক প্রচার কর্মসূচি রয়েছে। তাই কয়েক মিনিট আগেপরে আমরা এসেছি।” যদিও সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত পণ্ডা ও কংগ্রেসের প্রদেশ কমিটির সদস্য ক্ষিতীন্দ্রমোহন সাহু বলছেন, “আমাদের শৃঙ্খলা ও জোটবদ্ধতা মানুষ দেখেছেন। আসলে তৃণমূল নেতাদের এক এক জন যে ভাবে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন, তাতে কেউ কারোর পাশে আসতে চাইছে না।”

মিছিল করে কাঁথি মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন দক্ষিণ কাঁথি কেন্দ্রের প্রার্থী দিব্যেন্দু অধিকারী, উত্তর কাঁথি কেন্দ্রের প্রার্থী বনশ্রী মাইতি, খেজুরি কেন্দ্রের প্রার্থী রণজিৎ মণ্ডল ও রামনগর কেন্দ্রের প্রার্থী অখিল গিরি। পরে মিছিল করে জোটের প্রার্থীরা মনোনয়ন জমা দেন। এ দিন মনোনয়ন জমা দেন রামনগর কেন্দ্রের প্রার্থী তাপস সিংহ, উত্তর কাঁথি কেন্দ্রের প্রার্থী চক্রধর মেইকাপ, দক্ষিণ কাঁথি কেন্দ্রের সিপিআই প্রার্থী উত্তম প্রধান ও খেজুরি কেন্দ্রের নির্দল প্রার্থী অসীম মণ্ডল।

Alliance Candidate Nomination TMC CPM Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy