Advertisement
০৪ মে ২০২৪

কিশোরীকে অপহরণের অভিযোগ, ধৃত যুবক

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এক কিশোরীকে অপহরণ করার অভিযোগে নন্দকুমারের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে নন্দকুমার থানা ও গাজিয়াবাদ পুলিশের যৌথ দল নন্দকুমারে বেতালদিঘি গ্রামে হানা দিয়ে প্রদীপ দেবনাথ নামে ওই যুবককে গ্রেফতার করে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ০৭:২০
Share: Save:

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এক কিশোরীকে অপহরণ করার অভিযোগে নন্দকুমারের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে নন্দকুমার থানা ও গাজিয়াবাদ পুলিশের যৌথ দল নন্দকুমারে বেতালদিঘি গ্রামে হানা দিয়ে প্রদীপ দেবনাথ নামে ওই যুবককে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিরিশের প্রদীপ বছর পাঁচেক আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকায় গিয়ে একটি খামারে মালির কাজ করত। ওই যুবক আগে দু’বার বিয়ে করেছিল। কিন্তু তার অত্যাচারে আগের দুই স্ত্রীই তাকে ছেড়ে চলে যায়। কর্মসূত্রে গাজিয়াবাদে থাকা বিহারের বাসিন্দা এক পরিবারের ওই কিশোরীর সঙ্গে প্রদীপের আলাপ হয়। অভিযোগ, ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রদীপ তাকে গত সেপ্টেম্বর মাসে নন্দকুমারে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। কিশোরীর বাবা গাজিয়াবাদের রাজনগর থানায় প্রদীপের বিরুদ্ধে নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ জানান।

গাজিয়াবাদ পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে জানতে পারে প্রদীপ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে রয়েছে। এরপরে গাজিয়াবাদ পুলিশের একটি দল শনিবার নন্দকুমারে আসে। মোবাইল ফোনের সূত্র ধরে নন্দকুমার থানার পুলিশ জানতে পারে বেতালদিঘি গ্রামে নিজের বাড়িতে রয়েছে প্রদীপ। ওই রাতে গাজিয়াবাদ ও নন্দকুমার থানার পুলিশের যৌথ দল গ্রামে হানা দেয়। পুলিশ ওই বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করলেও প্রথমে প্রদীপের হদিস পায়নি। এর পরে তারা ওই বাড়ির চিলেকোঠায় তল্লাশি চালিয়ে সেখানে লুকিয়ে থাকা প্রদীপকে গ্রেফতার করে। ধৃত প্রদীপকে রবিবার তমলুক আদালতে তোলা হলে বিচারক তার চারদিনের ট্রানিজট রিমান্ডের নির্দেশ দেন। আদালতে ওই কিশোরীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest Youth Girl Police Kidnap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE