Advertisement
০৩ মে ২০২৪

আজ থেকে টানা প্রচারে সন্ধ্যা, শুরু কর্মিসভা দিয়ে

আগে মেদিনীপুরে এসে কর্মিসভা করেছেন। গেল সোমবার কেশিয়াড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেও যোগ দিয়েছেন তিনি। এ বার পুরোদমে প্রচারে নামতে চলেছেন মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সন্ধ্যা রায়। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর পৌঁছে গিয়েছেন অভিনেত্রী প্রার্থী। শহরের রবীন্দ্রনগরে একটি ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত হয়েছে তাঁর। আজ, শুক্রবার সকালে নারায়ণগড়ে কর্মী-সম্মেলন করবেন তিনি। সম্মেলন হবে স্থানীয় কেশিয়াড়ি মোড়ে। এ দিন সন্ধ্যাদেবী বলেন, “৫০ বছর ধরে আমি সেলুলয়েডে পরীক্ষা দিয়েছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর পৌঁছে সাংবাদিক বৈঠকে তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়।  ছবি: রামপ্রসাদ সাউ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর পৌঁছে সাংবাদিক বৈঠকে তৃণমূল প্রার্থী সন্ধ্যা রায়। ছবি: রামপ্রসাদ সাউ।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৪ ০১:৪২
Share: Save:

আগে মেদিনীপুরে এসে কর্মিসভা করেছেন। গেল সোমবার কেশিয়াড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেও যোগ দিয়েছেন তিনি। এ বার পুরোদমে প্রচারে নামতে চলেছেন মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সন্ধ্যা রায়।

বৃহস্পতিবার রাতে মেদিনীপুর পৌঁছে গিয়েছেন অভিনেত্রী প্রার্থী। শহরের রবীন্দ্রনগরে একটি ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত হয়েছে তাঁর। আজ, শুক্রবার সকালে নারায়ণগড়ে কর্মী-সম্মেলন করবেন তিনি। সম্মেলন হবে স্থানীয় কেশিয়াড়ি মোড়ে। এ দিন সন্ধ্যাদেবী বলেন, “৫০ বছর ধরে আমি সেলুলয়েডে পরীক্ষা দিয়েছি। ৪৫০টা ছবি করেছি। জনগণ আমায় পাশ করিয়েছেন। রাজনীতিতে আমি নবাগতা। ফের পরীক্ষায় বসছি। আশা করি, জনগণ এ ক্ষেত্রেও আমায় পাশ করাবেন।” একই সঙ্গে তাঁর আশ্বাস, “আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব। আমার চেষ্টার কোনও ত্রুটি হবে না।”

জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “শুক্রবার নারায়ণগড়ে সন্ধ্যাদির কর্মসূচি রয়েছে। সেই মতো সব ব্যবস্থাও করা হয়েছে। এরপর টানা কয়েকদিন দিদি প্রচার কর্মসূচি করবেন।” তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, “কেশিয়াড়ি মোড়ে কর্মী- সম্মেলন হবে। প্রার্থীও থাকবেন। ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সারা হয়েছে।” তৃণমূলের আরেক তারকা- প্রার্থী দেব ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন। কয়েকদিন আগে তিনি ঘাটালে রোড শো করেছেন। যে রোড শো ঘিরে উদ্বেল হয়েছে ঘাটাল। প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখতে রাস্তার দু’ধারে অপেক্ষা করেছেন হাজার হাজার মানুষ। দেবকে নিয়ে এমন রোড শো আর কতগুলো করা যাবে, তা নিয়ে অবশ্য সন্দিহান জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ। তৃণমূলের এক জেলা নেতার কথায়, “ঘাটালে রোড শো- এর সময় অনেকেই ঠেলাঠেলির মধ্যে পড়েছে। অল্পবিস্তর জখমও হয়েছে। আমি দেবের সঙ্গেই হুড খোলা জিপে ছিলাম। চোখের সামনে ঠেলাঠেলি-হুড়োহুড়ি দেখেছি। দেবকে ঘিরে সে কী আবেগ। ভালও লাগছিল। আবার কখনও কখনও খারাপও লাগছিল। ছেলেমেয়েরা অসুবিধেয় পড়ছে দেখে দেবকেও একবার অসন্তুষ্ট মনে হয়েছিল। ফলে, দেবকে নিয়ে এমন রোড শো আর বেশি করা যাবে বলে মনে হয় না। বরং কয়েকটি সভা বা কর্মী-সম্মেলন হতে পারে।” দলের এক সূত্রে অবশ্য খবর, নীচুতলার কর্মী- সমর্থকেরা চাইছেন, দেব রোড- শোই করুন। কারণ, মানুষের মধ্যে তাঁকে ঘিরে উন্মাদনা রয়েছে। ঠিক হয়েছে, ৯ এপ্রিল থেকে দেব ফের প্রচার শুরু করবেন। চলবে ১ মে পর্যন্ত। যাবেন ডেবরা, দাসপুর, পিংলা, সবং, ঘাটাল, পাঁশকুড়ায়।

তার আগেই প্রচার জমাতে চলেছেন সন্ধ্যাদেবী। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে তৃণমূলের এই অভিনেত্রী প্রার্থীর জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। যে ফ্ল্যাটে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, সেই ফ্ল্যাটের নাম ‘আন্তরিক’। সব মিলিয়ে তিনটি ঘর। সব ঘরগুলোই বেশ সাজানো-গোছানো। আগের সপ্তাহের সোমবার তারকেশ্বরে গিয়ে পুজো দিয়েছেন ‘বাবা তারকনাথ’ ছবির ‘সুধা’। সঙ্গে ছিলেন তাঁর আত্মীয়রা। পুজো দেওয়ার পরের দিনই সন্ধ্যাদেবীর ভাই পরিমল রায়, আর এক পরিচিত রঞ্জিত ঘোষ মেদিনীপুরে আসেন। তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে একদফা আলোচনা সেরে নেন। সন্ধ্যাদেবীর জন্য যে ফ্ল্যাটটি ভাড়া নেওয়া হয়েছে, সেখানেও যান। সব খতিয়ে দেখেন।

ইতিমধ্যে রঞ্জিতবাবু মেদিনীপুরে চলে এসেছেন। তিনি ওই ভাড়া করা ফ্ল্যাটেই উঠেছেন। ভোট মানেই দলের একগুচ্ছ কাজ। কর্মীদের হাজারো ব্যস্ততা। প্রার্থীর সঙ্গে কর্মীদের যোগাযোগ রেখে চলাটাও জরুরি। না- হলে ভোটের কাজকর্ম ব্যাহত হতে পারে। পরিস্থিতি দেখে ওই ফ্ল্যাটের একতলার একটি বাড়ি ভাড়া নিয়ে দলের নির্বাচনী কার্যালয়ও করেছে তৃণমূল। সন্ধ্যাদেবীর জন্য যে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে সেটি তিনতলায়। ফলে, প্রার্থী থাকবেন কর্মীদের নাগালেই। ইতিমধ্যে নির্বাচনী কার্যালয়ের দেওয়ালে দলনেত্রীর ছবি সহ ফ্লেক্স রাখা হয়েছে। কর্মীদের বসার জন্য চেয়ার আনা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র রাখার জন্য আলমারি আনা হয়েছে। দলীয় সূত্রে খবর, শুক্রবার নারায়ণগড়ে কর্মী- সম্মেলনের পর বিকেলে খড়্গপুর গ্রামীণেও এক কর্মী- সম্মেলন হবে। খড়্গপুর গ্রামীণের সম্মেলনেও প্রার্থী উপস্থিত থাকবেন। পরের দিন মেদিনীপুরে তাঁর কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিটিও সাংগঠনিক। যেখানে মেদিনীপুর লোকসভা এলাকার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার নেতাদের উপস্থিত থাকার কথা। ওই সূত্রে খবর, গত বুধবারই মেদিনীপুরে আসার কথা ছিল সন্ধ্যাদেবীর। তবে শরীর খারাপ থাকায় তিনি আসতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sandhya roy election campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE